একুশের নির্বাচনের পর বিধানসভা কেন্দ্রের কোনও উপনির্বাচনে হারেনি তৃণমূল। সর্বত্রই জয় পেয়েছে তারা। তাই তৃণমূল আত্মবিশ্বাসী ছিল সাগরদিঘিতে জয় নিয়ে।
West Bengal
oi-Sanjay Ghoshal

সাম্প্রতিক অতীতে এই প্রথম উপনির্বাচনে এভাবে ধরাশায়ী হল তৃণমূল। আবার নিজেদের জেতা আসন হাতছাড়া হল এবার। একুশের নির্বাচনের পর বিধানসভা কেন্দ্রের কোনও উপনির্বাচনে হারেনি তৃণমূল। সর্বত্রই জয় পেয়েছে তারা। তাই তৃণমূল আত্মবিশ্বাসী ছিল সাগরদিঘিতে জয় নিয়ে।
কিন্তু শেষ পর্যন্ত যে এভাবে হারতে হবে তা ভাবতে পারেনি তৃণমূল। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের কাছে ২৩ হাজার ভোটে হেরেছেন তৃণমূলের দেবাশিস বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের এই হার ও কংগ্রেসের এই জয়ে সবথেকে খুশি কে, তা জানা গেল রবিবার।

ভোটের ফলাফল প্রকাশের তিনদিন পর বিজেপির কর্মিসভায় সেই সত্য প্রকাশ করলেন খোদ শুভেন্দু অধিকারী। তিনি প্রথমেই বলেন, দেখলেন তো সাগরদিঘিতে কেমন হারল তৃণমূল। তবে এখানে কংগ্রেসের জয় নিয়ে আমি একেবারেই উৎসাহিত নই। তাতে আমার খুশি হওয়ার কোনও কারণও নেই। কিন্তু আমি খুশি। খুশি এই কারণেই যে, তৃণমূল হেরেছে।
সাগরদিঘির উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থান থেকে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। বিজেপি প্রার্থীর জামাত বাজেয়াপ্ত হয়েছে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জানতে চেয়েছে এই খারাপ ফলের কী কারণ। বঙ্গ বিজেপি সংখ্যালঘু ভোটের তত্ত্ব দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা বোঝেনি। এই অবস্থায় শুভেন্দুর সাগরদিঘির ফলে খুশি হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
শুভেন্দু বলেন, সংখ্যালঘুরা বুঝতে পারছেন এই সরকার শুধু তাদের ব্যবহার করছে, তাঁদের পাশে থাকছে না। শুধু ঢপ দিয়েই সংখ্যালঘুদের ভোট নিতে চায় তৃণমূল। তাই সংখ্যালঘুরা সরে আসছেন তৃণমূল থেকে। তার কারণেই তৃণমূলের হার। আর সংখ্যালঘু ভোট তৃণমূলকে হারাতেই কংগ্রেসের ভোটবাক্সে গিয়েছে, তা মুখ না বললেও আদতে সেই ইঙ্গিচ স্পষ্ট হয়েছে সাগরদিঘির ফলে।

কংগ্রেস তৃতীয় স্থান থেকে উঠে এসেছে প্রথম স্থানে। তৃণমূলকে তারা পরাজিত করেছে কংগ্রেস। একুশের উপনির্বাচনের পর এই প্রথম কোনও বিধানসভা কেন্দ্রে হার। তৃণমূলের আসন হাতছাড়া হয়েছে। আর কংগ্রেস বিধানসভায় প্রবেশ করেছে এই জয়ের ফলে। গণতন্ত্রের পক্ষে তা ইতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একুশের নির্বাচনের পর বাংলায় উপনির্বাচন হয়েছে ভবানীপুর, খড়দহ থেকে শুরু করে দিনহাটা, রানাঘাট, বালিগঞ্জ বিধানসবা কেন্দ্রে। আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হয়েছে। প্রতিক্ষেত্রেই জয় পেয়েছে তৃণমূল। এর মধ্যে বিজেপির কাথ থেকে তৃণমূল ছিনিয়ে নিয়েছিল দিনহাটা, রানাঘাট এবং আসানসোলও। আর এই প্রথম তৃণমূলের হাতছাড়া কোনও কেন্দ্র।
English summary
Suvendu Adhikari is pleased for defeat of TMC but not for wining of Congress in Sagardighi.
Story first published: Sunday, March 5, 2023, 20:38 [IST]