পাঞ্জাবি উপহার পেলেন অনুব্রত মণ্ডল, Anubrata Mondal got Panjabi present

Advertisement

Advertisement

কেষ্টকে পাঞ্জাবি উপহার

একদিকে যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য টানাপোড়েন চলছে। ঠিক তখনই এক যুবক আসানসোল আদালতে রবিবার হাজির হয়েছিলেন। তিনি কেষ্ট মণ্ডলের জন্য একটি পাঞ্জাবি উপহার নিয়ে এসেছিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা জানতে পেরেই যুবককে ছেঁকে ধরেন। প্রথমে এই নিয়ে কথা বলতে চাননি ওই অজ্ঞাত পরিচয় যুবক। নীল রঙের টি শার্ট পরে এসেছিলেন তিনি। অনুব্রত মণ্ডলকে জেলে ঢুকে একটি পাঞ্জাবি উপহার দিয়েছেন।। প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে কথার মাঝে বলে ফেলেছেন দাদা দিল্লি চলে যাবেন তাই পাঞ্জাবি দিতে এসেছিলাম।

জেলের ভেতরে কীভাবে

জেলের ভেতরে কীভাবে

জেলের ভিতরে বিচারাধীন বন্দিদের সঙ্গে হয় উকিল দেখা করতে পারেন। তারও অনুমতি প্রয়োজন হয়। নয়তো পরিবারের লোকেরা কোর্টের অনুমতি নিয়ে দেখা করতে যান। এক্ষেত্রে সেই যুবক কোনও টাই নন। তাঁর বাড়ি কোথায় সেটাও জানতে চাওয়া হয়েছিল। কিন্তু যুবক সেই প্রশ্নের উত্তর দেননি তিনি এড়িয়ে গিয়েছেন।
সাদা থলিতে গেরুয়া সবুজ নতুন নতুন পাঞ্জাবি নিয়ে সরাসরি জেলের ভেতর ঢুকে যান তিনি। সূত্রের খবর অনুব্রত মণ্ডলের জন্য নতুন পাঞ্জাবি নিয়ে এসেছিলেন।

জেলের নিয়ম কোথায়

জেলের নিয়ম কোথায়

জেল থেকেই কেষ্ট দল পরিচালনা করছেন সেই অভিযোগ তাঁরই দলের এক নেতা কাজল শেখ করেিছলেন। তিনি বলেছিলেন জেল থেকেই অনুব্রত মণ্ডল ফোনে দল পরিচালনা করছেন বীরভূমে। সেকারণে বীরভূমে পঞ্চায়েত ভোট নিয়ে কোনও কোর কমিটির বৈঠক হচ্ছে না। তারপরেই জেলের বিতরে অনুব্রত মণ্ডলের ঢুকে অনুব্রত মণ্ডলকে পাঞ্জাবি দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসানসোল জেলে কি তাহলে অনুব্রত মণ্ডলে জন্য সব নিয়ম আলাদা। এই নিয়ে প্রশ্ন উঠেছে।

কেষ্টকে হত্যার পরিকল্পনা

কেষ্টকে হত্যার পরিকল্পনা

এদিকে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ দাবি করেছেন অনুব্রত মণ্ডলকে প্রাণে মারার চেষ্টা করছে রাজ্য সরকার। সেকারণেই তাকে দিল্লি নিয়ে যেতে এত বাধা। আজ আসানসোল পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোল সংশোধনাগারকে জানিয়ে দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডল নিরাপত্তা দিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার মত পর্যাপ্ত পুলিশফোর্স তাঁদের কাছে নেই। উল্টে আসানসোল জেল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে তাঁরা যেন কেন্দ্রীয় বাহিনী চেয়ে নেন অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।