মুম্বই: সদ্য বড়সড় বিপদ কাটিয়ে উঠেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। দিন কয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বঙ্গতনয়া। জটিল অপারেশন হয় তাঁর হার্টে। করতে হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। হাসপাতাল থেকে ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন সুস্মিতা। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। অভিনেত্রীর অসুস্থার কথা প্রকাশ্যে আসার পর থেকেই চিন্তায় ছিলেন তাঁর অনুরাগীরা। শনিবার ইনস্টাগ্রাম লাইভে এসে তাঁদের আশ্বস্ত করলেন বিশ্বসুন্দরী।
সেটে থাকতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। অনুরাগীদের তাই নিয়মিত স্বাস্থ্য় পরীক্ষা করার গুরুত্ব সম্পর্কে অবগত করেন তিনি। তাঁর কথায়, “প্রচুর অল্প বয়সি মানুষ হৃদরোগে আক্রান্ত হন। তাই স্বাস্থ্য় পরীক্ষা করানো উচিত।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Sushmita Sen