মেসিকে রেখেই দুটি ফ্রেন্ডলি ম্যাচের দল সাজালেন বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি। Lionel Messis Argentina schedule first home friendlies after World Cup triumph

Advertisement

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পর এই প্রথমবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ২৩ মার্চ পানামা (Panama) ও ২৮ মার্চ কুরাকাওয়ের (Curacao) বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক (FIFA International Friendly) প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী দল। এল এম টেন-কে (LM 10) রেখেই ৩৫ জনের দল ঘোষণা করেছেন হেড কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। এই দলে রয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী (FIFA World Cup 2022) দলের ২৬ জন ফুটবলার। গত ১৮ ডিসেম্বর ফ্রান্সের (France) বিরুদ্ধে কাপ যুদ্ধের ফাইনালে দাপটের সঙ্গে খেলেছিল নীল সাদা বাহিনী। 

বিশ্বকাপ শিরোপা জয়ের পর অনেকেই ধরে নিয়েছিল ৩৫ বছর বয়সী মেসি হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সতীর্থদের সাথে সঙ্গে কিছু ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি। সম্প্রতি ১০০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যাওয়া এনজো ফার্নান্দেজ, ম্যানচেস্টার ইউনাইটডের সেন্টার-ব্যাক লিয়ান্দ্রো মার্টিনেজ ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজও প্রীতি ম্যাচের দলে জায়গা পেয়েছেন।  

আরও পড়ুন: Brazil, Neymar : বাদ চোট পাওয়া নেইমার, নতুন মুখ রকিকে নিয়ে আশায় সেলেকাওরা

আরও পড়ুন: Cristiano Ronaldo: তলানিতে থাকা আল বাতিনের বিরুদ্ধে অবিশ্বাস্য জয়! কী লিখলেন রোনাল্ডো?

সম্প্রতি ফিফা বর্ষসেরা গোলকিপারের তালিকায় সেরা মনোনীত হয়েছেন মার্টিনেজ। এদিকেচোটের জন্য বিশ্বকাপে খেলতে না পারা গিওভান্নি লো সেলসো দলে ফিরেছেন। দ্বিতীয়বারের মত স্কালোনির দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচো।  জাতীয় দলের জার্সি গায়ে এখনও তাঁর অভিষেক হয়নি। ইউনাইটেডের হয়ে চলতি মরসুমে ২৭টি ম্যাচ খেলেছেন গারনাচো, এর মধ্যে ১০টিতে ছিলেন মূল একাদশে। গোল করেছেন ৪টি। বুধবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এফএ কাপের শেষ ষোলর ম্যাচে ৩-১ গোলে জয়ী হয় ‘রেড ডেভিলস’-রা। এরিক টেন হ্যাগের দলের হয়ে শেষ গোলটি করেছেন গারনাচো।

একনজরে আর্জেন্টিনা দল: 

গোলকিপার : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রেমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনিয়া, লটারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিকম পেরোন, এক্সেকুয়েল পালাকিওস, রড্রিগো ডি পল, ফাকুন্ডো বুনানোত্তে, থিয়াগো আলমাডা, গিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।