মুখ পুড়ল পুলিশের, মাত্র ১০০০ টাকার বন্ডে জামিন পেলেন কৌস্তভ বাগচী

Advertisement

জামিন পেলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। শনিবার ব্যাঙ্কশাল আদালতে তাঁর হয়ে সওয়াল করেন প্রায় ১০০ আইনজীবী। পুলিশের পক্ষে সওয়াল করে কৌস্তভের বিরুদ্ধে একের পর এক জামিন অযোগ্য ধারা থাকার কথা তুলে ধরা হয়। এর পর রায়দান স্থগিত রাখেন বিচারক। শনিবার বিকেলে রায়দান করে অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট জানান ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে কৌস্তভ বাগচীকে। সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশে আরও একবার মুখ পুড়ল পুলিশের।

ছেলের জামিনে খুশি কৌস্তভবাবুর বাবা কুশল বাগচী। তিনি বলেন, আমার ছেলে অন্যায় কাজ করতে পারে না। ওকে চোখের সামনে দেখতে পেলে আরও খুশি হব। এই সন্ত্রাসবাদী সরকার মানুষের বাকস্বাধীনতা ছিনিয়ে নিতে চায়।

এদিন আদালতে কৌস্তভের হয়ে সওয়াল করে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মাঝরাতে আইনজীবীকে তুলে আনার অধিকার পুলিশকে কে দিয়েছে? সে কি কোনও সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত? কৌস্তভ একটি বইয়ের কথা উল্লেখ করেছেন যেখানে মুখ্যমন্ত্রীর অতীতের কথা বলা আছে। সেই বই এখনও বাজারে পাওয়া যাচ্ছে। সেই বই সরকার নিষিদ্ধ করেনি। কেন ৪১ ধারায় নোটিশ না করে মাঝরাতে হাজির হল পুলিশ? সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কেন গভীর রাতে পুলিশ বাড়িতে ঢুকল। এর পর কোনও বিচারক মুখ্যমন্ত্রী বা সরকারের বিরুদ্ধে কোনও কথা বললে তাঁর বাড়িতেও পুলিশ ঢুকে যাবে’।

এর পর একে একে কৌস্তভের হয়ে সওয়াল করতে থাকেন আইনজীবীরা। এক সময় আদালতে তুমুল হট্টগোল শুরু হয়। এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারক। তার পর শুরু হয় রায় ঘোষণার অপেক্ষা। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।