ভাইপো হিসেবেই অভিষেকের পরিচিতি
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো হিসেবে পরিচিতিকে কার্যত বিখ্যাত করে তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে জনসমক্ষে ভাইপো ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে দেখা যায়নি। বারে বারে প্রশ্ন তুলেছেন কেন ভাইপো যেখানে যাবেন, সেখানে হাজার পুলিশ কর্মী থাকবে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সুর শোনা গেল ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকির মুখে। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি ভাইপো হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে নয়।

তৃণমূলের জন্য দিন রাত এক করে দিয়েছিলেন
ত্বহা সিদ্দিকি বলেছেন, তৃণমূলের জন্য দিন রাত এক করে দিয়েছিলেন তিনি। তিনি কিংবা তাঁদের মতো লোকেদের জন্যই তৃণমূল ক্ষমতায় বলেও দাবি করেছে পীরজাদা। তিনি বলেছেন, এখন তৃণমূল নেতাদের কোনও খোঁজ পাওয়া যায় না। যার জেরে মুসলিমদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সেই কারণে দলের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে নয়, নিজের হাতেই রাখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আরও সাগরদিঘি তৈরি হবে
সাগরদিঘির ফল নিয়ে প্রশ্ন করা হলে পীরজাদা ত্বহা সিদ্দিকে বলেন, ফল থেকে মমতা-অভিষেক বুঝতে পেরেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেখানে সংখ্যালঘু ভোট বেশি, সেইসব জায়গায় সংখ্যালঘু প্রার্থী দিতে হবে। আর যেখানে হিন্দু ভোট বেশি সেখানে হিন্দু প্রার্থী দেওয়া উচিত বলেই মনে করেন তিনি। ত্বহা সিদ্দিকি বলেন, আগে কংগ্রেস, সিপিএম যা করেছে, এখন তৃণমূলও তাই করছে। সেখানে মুসলিম ভোট ৬০-৭০ শতাংশ, সেখানে কেন হিন্দু প্রার্থী প্রশ্ন করেছেন তিনি। এর উল্টোটাও প্রযোজ্য। সামনের নির্বাচনেও যদি প্রার্থী দেওয়ার সময় তৃণমূল সতর্ক না হয়, তা হলে সারা পশ্চিমবঙ্গে সাগরদিঘি তৈরি হবে বলেও সতর্ক করেছেন। সাগরদিঘির প্রার্থী পছন্দ করা নিয়ে তিনি বলেছেন, সাধারণ মানুষ বলছেন সাগরদিঘির প্রার্থী পছন্দ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সামনের পঞ্চায়েত নির্বাচনে মানুষ উন্নয়নের সঙ্গী হবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

নৌশাদের মতো অনেকেই জেলে
পীরজাদা নৌশাদ সিদ্দিকিকে জেলে পাঠানো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ত্বহা সিদ্দিকি। তিনি বলেছেন, নৌশাদের মতো অনেকেই জেলে রয়েছেন। মানুষকে ফাঁসিয়ে জেলে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।