Sasthipada Chattopadhyay | প্রয়াত ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, সাহিত্য জগতে শোকের ছায়া

Advertisement

প্রয়াত বিখ্যাত লেখক ষষ্ঠীপদ  চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে হাওড়া একটি নার্সিংহোমে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। জানা গিয়েছে,  বয়সজনিত কারণে মৃত্যু হয় লেখকের। আজও পাঠকদের মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে  তাঁর সৃষ্টি ‘পাণ্ডব গোয়েন্দা’ ।১৯৪১ সালে হাওড়ার ষষ্ঠীতলায় জন্মগ্রহন করেছিলেন লেখক। দৈনিক বসুমতি  পত্রিকায় ‘কামাখ্যা ভ্রমণ’-এর হাত ধরে তাঁর লেখালেখির যাত্রা শুরু। এর পর বাঙালি পাঠককে অসংখ্য ছোট গল্প, উপন্যাস উপহার দিয়েছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়

এত যুগ পেরিয়ে বাঙালি পাঠক বুঁদ হয়ে থাকে ‘পাণ্ডব গোয়েন্দা’র রোমাঞ্চে। তাঁর সৃষ্টি করা  বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু, বিচ্চুদের হাত ধরেই অ্যাডভেঞ্চারের জগতে হারিয়ে যান পাঠকরা। সাহিত্যে তাঁর অবদানের জন্য় একাধিক পুরস্কারও পেয়েছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্য়ায়।লেখকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাওড়ার একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে তাঁর অবস্থার  আরও অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। লেখকের প্রয়াণে সাহিত্য জগতে শোকের ছায়া।

Published by:Sanchari Kar

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।