Doctor Raped by Nurse: মহিলা চিকিৎসককে তিন মাস ধরে লাগাতার ধর্ষণ নার্সের! আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল

Advertisement

মহিলা চিকিৎসককে তিন মাস ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক পুরুষ নার্সকে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কেরলের কোঝিকোড় জেলায়। গত বৃহস্পতিবার অভিযুক্ত নার্সকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম নিশাম বাবু। সেও কেরলেরই বাসিন্দা। পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। ধৃতকে জেরা করছে। (আরও পড়ুন: পাঁচ সন্তানের গলা কেটে খুন করার ১৬ বছর পর ঠিক একই দিনে ইচ্ছামৃত্যু মায়ের)

জানা গিয়েছে, নির্যাতিতা চিকিৎসক অভিযুক্ত নার্স নিশাম বাবুর সঙ্গে কাজ করতেন। নিশাম বাবু কেরলের থিসুরের বাসিন্দা। এর আগে মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজ করত নিশাম। নির্যাতিতা চিকিৎসকও সেখানেই কাজ করতেন। এরপর নিশাম কোঝিকোড়ে চলে আসে। সেই চিকিৎসককে লোভনীয় সেখানকার একটি হাসপাতালে লোভনীয় চাকরির প্রস্তাব দেয়। চাকরির অজুহাতে ওই চিকিৎসককে কোঝিকোড়ে ডেকে নেয় অভিযুক্ত নার্স। এরপর সেই চিকিৎসক কোঝিকোড়ে পৌঁছলে সে তাকে যৌন নির্যাতন শুরু করে।

আরও পড়ুন: একই সুরে গলা চড়াল ABVP-SFI! চাপের মুখে বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার JNU-র

এদিকে তার ‘চাহিদা’ না মেটানোয় সেই মহিলা চিকিৎসককে হয়রানি শুরু করে নিশাম বাবু। এবং যখন সেই চিকিৎসক তার দাবি মানতে অস্বীকার করেন, তখন সে ব্যক্তিগত আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এরপরই সেই চিকিৎসক একটি অভিযোগ দায়ের করেন পুলিশে। অভিযোগ পেয়েই পুলিশ তৎপর হয়ে নিশাম বাবুকে হেফাজতে নেয়। এরপর তাকে জেরা শুরু করে পুলিশ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।