Cyber crime in Posta: ব্যবসায়ীর ব্যাঙ্ক থেকে ২২ লক্ষ টাকা উধাও, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ

Advertisement

সম্প্রতি সাইবার ক্রাইম বাড়ছে। যার ফলে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। অনেক ক্ষেত্রেই প্রতারিতদের টাকা ফেরাতে সক্ষম হচ্ছে পুলিশ। সেরকমই একটি ঘটনায় সাইবার জালিয়াতির শিকার হয়েছিলেন এক ব্যবসায়ী। ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে তাঁর উধাও হওয়া টাকা ফিরিয়ে দিল পুলিশ। কলকাতার পোস্তার বাসিন্দা ওই ব্যবসায়ী ২২ লক্ষ টাকা প্রতারণা শিকার হয়েছিলেন। কেওয়াইসি আপডেট করার নামে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে ওই ব্যবসায়ীর ২২ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোস্তার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম মালিরাম বনওয়ারিলাল। গত বুধবার রাতে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন। রাত ১০টা নাগাদ তাঁর মোবাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করার জন্য এসএমএস আসে। তাতে একটি লিঙ্ক পাঠায় প্রতারকরা। ব্যবসায়ীকে জানানো হয়, প্যান নম্বর দিয়ে কেওয়াইসি আপডেট করাতে হবে, না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। সেই মতোই ওই ব্যবসায়ী লিঙ্কে ক্লিক করেন। তারপর অনলাইনে একটি ফর্ম পূরণ করেন। কিন্তু সন্দেহ হওয়ায় তিনি ফর্মটি অসম্পূর্ণ রেখে দেন। এরপরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান, ফর্মটি পূরণ করা না হলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। নিজেকে ব্যাঙ্কের কর্মী বলে পরিচয় দিয়ে ব্যবসায়ীকে ফোন করেছিলেন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ী জানতে পারেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২২ লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। এত পরিমাণ টাকা উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতভম্ব হয়ে পড়েন ওই ব্যবসায়ী।

কোনও কিছু বুঝতে না পেরে শেষে তিনি রাতেই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন। সেখান থেকে তাঁকে পাঠানো হয় সাইবার সেলে। অভিযোগ পেয়ে তৎপরতার সঙ্গে তদন্তে নেমে পড়ে পুলিশ। অবশেষে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ওই ব্যবসায়ীর পুরো টাকাই উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের তৎপরতায় খুশি ব্যবসায়ী। ইদানীং সাইবার অপরাধ অনেকটাই বেড়েছে। প্রতিনিয়ত মানুষকে এ নিয়ে সতর্ক করছে পুলিশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে পুলিশ এ নিয়ে প্রচার চালাচ্ছে। তারপরেও প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন বহু মানুষ। পুলিশের বক্তব্য, কোনও ব্যক্তি সাইবার প্রতারণার শিকার হলে সে ক্ষেত্রে দ্রুত অভিযোগ জানালে টাকা উদ্ধার করা সম্ভব। কিন্তু, দেরি হয়ে গেলে তা উদ্ধার করা অনেকটাই কঠিন হয়ে পড়ে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।