রেল লাইনে উঠে পড়ল স্কুল ভ্যান, ট্রেন চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Advertisement

নদিয়ার শিমুরালিতে ওমনি ভ্যানের সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ। লোকাল ট্রেনের চালকের তৎপরতায় প্রাণ বাঁচল ওমনির যাত্রীদের। শুক্রবার দুপুরে শিমুরালির মনসাপোঁতা এলাকার ঘটনা। এই ঘটনার জেরে শিয়ালদা মেন লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনা যেখানে ঘটেছে সেখানে রেল লাইনের পাশেই রাস্তা। কোনও কারণে রাস্তা থেকে রেল লাইনে উঠে আসে ওমনি ভ্যানটি। তা দেখে দ্রুত ট্রেনের ব্রেক কষেন শিয়ালদামুখি শান্তিপুর লোকালের চালক। তাতে প্রাণহানি এড়ানো গেলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। ওমনি ভ্যানটিকে ধাক্কা মারে ট্রেনটি। গাড়িটিকে বেশ কিছুটা ঠেলে নিয়ে যায় সে। এর পর ট্রেন থামলে দেখা যায় গাড়িটি একদিক থেকে দুমড়ে গিয়েছে। খুলে গিয়েছে সামনের একটি চাকা। গাড়ি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে তাদের কারও আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, আমরা সামনের দিকে গেটে ছিলাম। হঠাৎ দেখি রাস্তা থেকে একটা গাড়ি রেল লাইনে উঠে আসছে। আমরা চিৎকার করে চালককে সতর্ক করি। কিন্তু গাড়ি চালক তা শুনতে পাননি। এর পর ট্রেন চালক দ্রুত ব্রেক কষেন। নইলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

স্থানীয় মানুষ ও ট্রেনের যাত্রীরা মিলে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রেল লাইন থেকে সরান। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ শিয়ালদা মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও নদিয়া জেলা পুলিশ। কী ভাবে চলন্ত গাড়ি রেল লাইনে উঠে এল তা জানতে চালককে জেরা করছে তারা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।