অস্কার ২০২৩-এর উপস্থাপনা করবেন দীপিকা, সুখবর আসতেই গর্বে বুক ফুলল ভারতীয়দের

Advertisement

এবারে অস্কারে সত্যিই যেন ভারতের জয়জয়কার। বৃহস্পতিবার রাতেই ঘোষিত হয়েছে যে অস্কার ২০২৩-এ উপস্থাপক হিসাবে দেখা মিলবে দীপিকা পাড়ুকোনের। রাতেই ‘পিকু’ অভিনেত্রী উপস্থাপকদের নামের একটি তালিকা শেয়ার করে নেন ইনস্টাগ্রামে।

তালিকায় ডোয়াইন জনসন , মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস এবং কোয়েস্টলোভও রয়েছেন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী কেবল লিখেছেন, ‘#oscars#oscars95।’

নিমেষেই ভাইরাল হয়ে যায় দীপিকার এই পোস্ট। শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও।

নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’। দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্য বিভাগে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

চলতি বছরের অস্কার অনুষ্ঠিত হবে ডলি থিয়েটারে ১২ মার্চ (ভারতের ১৩ মার্চ)। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নানা দিক থেকে ভারতের কাছে বিশেষ হতে চলেছে। কারণ এইবার শুধু একটি নয়, তিনটি সিনেমা অস্কার জেতার লড়াইয়ে আছে, অর্থাৎ মনোনয়ন পেয়েছে। এই বছরের শুরুতে একই বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জেতা ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে লড়ছে। শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম এবং গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে।

একইসঙ্গে, তেলেগু গান ‘নাটু নাটু’-র লাইভ পারফর্ম করা হবে অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসের আসরে। সেখানেইহলিউডের একাধিক বড় বড় নামদের সামনে এমএম কিরাবাণীর সুর করা এবং চন্দ্র বোসের লেখা এই গান গাইবেন কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ। এই দুই তরুণ গায়কের হাত ধরেই অস্কারের মঞ্চে নয়া ইতিহাস লিখবে ভারত। তবে রাম চরণ বা জুনিয়র এনটিআর তাঁদের সঙ্গে মঞ্চ নাচ করার জন্য যোগ দেবেন কিনা সেটা এখনো জানা যায়নি। এদিন রিহানা লিফট মি আপ গাইবেন। ডেভিড বায়ারনে, স্টেফানি সু, সন লাক্স দিস ইজ এ লাইফ গানে মঞ্চ মাতাতে চলেছেন।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের মঞ্চে একবার তিনি দেশকে গর্বিত করে এসেছেন। এবার আরও একবার তাঁর কাছে সুযোগ এল বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করার। সব মিলিয়ে এবারের অস্কার নিয়ে উচ্ছ্বসিত ভারতীয়রা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।