Sushmita Sen suffers Heart Attack: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, তড়িঘড়ি করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি…

Advertisement

Sushmita Sen suffers Heart Attack, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। কিছুদিন আগে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তড়িঘড়ি ভর্তি হতে হয় হাসপাতালে। হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ীই করা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি, বসানো হয় স্টেইন্ট। বৃহস্পতিবার বিকেলে অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেন সুস্মিতা। পাশাপাশি তিনি নিজেই জানান যে, এখন কেমন আছেন তিনি?

 

বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বাবা বলেন, তোমার হৃদয়ে আনন্দিত ও সাহসী রাখো। যখন যখন তোমার আমাকে দরকার তখন তখন আমি তোমার পাশে দাঁড়াবো  সোনা।’ এরপরেই সুস্মিতা জানান তাঁর অসুস্থতার খবর। বিশ্বসুন্দরী লেখেন, ‘কিছুদিন আগেই আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেইন্ট বসেছে ঠিক জায়গায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার কার্ডিওলজিস্ট বলেছেন, আমার হৃদয় অনেক বড়। অনেককেই ধন্যবাদ যাঁরা সময়মতো সাহায্য করেছেন, যথাযথ ব্যবস্থা নিয়েছেন।’ সঙ্গে শেয়ার করেছেন হাসির ও ভালোবাসার ইমোটিকন।

অভিনেত্রী আরও লেখেন, ‘এই পোস্টটি তাঁদের জন্য যাঁরা আমার শুভাকাঙ্খী ও আমাকে ভালোবাসেন। তাঁদের এই ভালো খবরটি জানাতেই পোস্ট করলাম যে, এখন সব ঠিক আছে। জীবনের জন্য আমি আবার তৈরি। তোমাদের আমি অনেক ভালোবাসি। দুগ্গা দুগ্গা।’ পোস্টে অভিনেত্রী নিজেই খোলসা করেছেন যে, আপাতত সুস্থ আছেন তিনি। দুঃসময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন সুস্মিতা। সুস্মিতার পোস্টে সবাই তাঁর সুস্থতার প্রার্থনা করেছেন। অনেকেই তাঁকে নিজের খেয়াল রাখতে বলেছেন। কেউ কেউ তাঁদের উদ্বিগ্নতার কথাও জানিয়েছেন

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুস্মিতার সেনের প্রেম নিয়ে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি আচমকা নিজেই ঘোষণা করেন তাঁর ও প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের প্রেমের খবর। তবে এব্যাপারে একটি বাক্যও ব্যয় করেননি অভিনেত্রী। উপরন্ত, সেই খবর চাউর হওয়ার পর থেরে নানা অনুষ্ঠানে তাঁর পাশে দেখা গেছে তাঁর প্রাক্তন রোমান শলকে। নভেম্বরে একসঙ্গে জন্মদিনও সেলিব্রেট করেছেন তাঁরা। অন্যদিকে তাঁর প্রফেশনাল লাইফেও সময়টা বেশ ভালোই যাচ্ছে সুস্মিতার। মুক্তির অপেক্ষায় রয়েছে সুস্মিতার জনপ্রিয় ওয়েব সিরিজ আরিয়ার সিজন থ্রি। তাঁর প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। তবে এখন ভালো আছেন অভিনেত্রী।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।