Rajasthan suicide: মর্মান্তিক ঘটনা! খালে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৫ শিশু-সহ একই পরিবারের ৭ সদস্য

Advertisement

মর্মান্তিক ঘটনা! একটি খালে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল একই পরিবারের ৭ সদস্য। যারমধ্যে রয়েছে স্বামী, স্ত্রী এবং তাদের ৫ শিশু। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে রাজস্থানের জালোর জেলার সাঁচোরে। সেখানে একটি খালে ঝাঁপ দেয় ওই পরিবারটি। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কী কারণে পরিবারটি আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ। ৭ টি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম হল শংকরলাল (৩২), তাঁর স্ত্রী বাদলী (৩০), তাদের মেয়ে রমিলা (১২), কেসি (১০), জানভি (৮) এবং ছেলে প্রকাশ (৬) ও হিতেশ (৩)। তারা গালিপা গ্রামের বাসিন্দা। সার্কেল অফিসার রূপ সিং জানান, তারা সিদ্ধেশ্বর এলাকার খালে দুপুর আড়াইটার দিকে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার আগে তারা জামাকাপড় ও একটি মোবাইল ফোন খালের পাড়ে রেখে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহের সন্ধানে এনডিআরএফের সাহায্য নেওয়া হয়। বিকেল ৪ টের দিকে প্রকাশের মৃতদেহ উদ্ধার হয়। সেখান থেকে আরও ২০০ মিটারের মধ্যে বাকিদের দেহ উদ্ধার হয়।

কী কারণে তারা আত্মঘাতী হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। স্থানীয়দের দাবি, ওই দম্পতি কয়েকজন গ্রামবাসীর দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন। হয়রানির বিষয়ে দুদিন আগে পঞ্চায়েত সভা হস্তক্ষেপ করেছিল। কিন্তু, সেখানে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল। ওই দম্পতি গ্রামবাসী এবং পঞ্চায়েতের কাছে ন্যায়বিচারের আবেদন করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, তাদের আবেদনে কোনও ইতিবাচক ফল না পাওয়ায় তারা মানসিক চাপে ছিলেন। যদিও পরিবারটি তাদের সমস্যা নিয়ে কোনও অভিযোগ থানায় দায়ের করেনি বা কোনও আত্মীয় এখনও পর্যন্ত অভিযোগ জানায়নি। যদিও কিছু গ্রামবাসী দাবি করেছে যে দম্পতি প্রায়ই ঝগড়া করত। সেই কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছিল।

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শংকরলাল একজন কৃষক। এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ জানানো হয়নি। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।