Election Commission: নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে সুপ্রিম সিদ্ধান্তকে স্বাগত জানালেন মমতা

Advertisement

মুখ্য নিবার্চন কমিশনার ও নিবার্চন কমিশনার নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের দুই শীর্ষপদে দায়িত্ব নেবেন তা শুধুমাত্র সরকার ঠিক করবে না। এবার থেকে একটি কমিটি মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করবে। এই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর একটি টুইট করেন মমতা। সেখানে তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের যুগান্তকারী আদেশে গণতন্ত্রের জয় হল! নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে সাংবিধানিক বেঞ্চের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দমনকারী শক্তির অপচেষ্টার বিরুদ্ধে জনগণের ইচ্ছাই বিরাজমান!’ (নির্বাচন কমিশনার নিয়োগে ঐতিহাসিক রায় শীর্ষ আদালতের)

 

বৃহস্পতিবার শীর্ষ আদালতের সংবিধানিক বেঞ্চ এক সিদ্ধান্তে জানায় মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে করবে একটি কমিটি। সেই কমিটিতে থাকবেন, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সংসদে বিরোধী দলে নেতা। একই সঙ্গে বলা হয়েছে, সংসদে যদি বিরোধী দলনেতা না থাকেন তবে বৃহত্তম বিরোধী দলের নেতাকে এই কমিটিতে রাখতে হবে। তাঁরাই মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারবে। পাশাপাশি এও বলা হয়েছে, কলোজিয়ামের মতো একটি প্রক্রিয়া তৈরি করে নিয়োগ করতে হবে। অন্যদিকে বিরোধীরা এতদিন অভিযোগ তুলতেন সরকারের এজেন্ট হিসাবে কাজ করে কমিশন। সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে অনেকটাই নিরপেক্ষতা আসবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।