সামনেই পঞ্চায়েত নির্বাচন! এরপরেই লোকসভা ভোট। কার্যত ব্যাক টু ব্যাক বড় নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পথ দেখাল সাগরদিঘি।

Advertisement

Advertisement

‘বাম কংগ্রেসের অনৈতিক জোট’

আজ বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। আর এরপরেই সাগরদিঘির ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে হার স্বীকার করে নিন তিনি। আর এরপরেই একযোগে বাম-কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। এমনকি বিজেপিকেও এদিন একহাত নেন তিনি। বলেন, উপ নির্বাচনে আমরা হেরে গেছি। এজন্যে কাউকে দোষ দেব না। তবে বাম কংগ্রেসের অনৈতিক জোট হয়েছে বলে দাবি করেন নেত্রী। এর নিন্দা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির ভোটও গিয়েছে...

বিজেপির ভোটও গিয়েছে…

অন্যদিকে ভোট ভাগাভাগির কথাও এদিন শোনা যায় এদিন মুখ্যমন্ত্রীর মুখে। বলেন, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক। এমনকি বিরোধীদের ভোটের সমীকরণ স্পষ্ট বলেও দাবি করেন। আর তা বলতে গিয়েই মমতা বলেন, বিজেপির ভোট কংগ্রেসে গিয়েছে। বিজেপির ১৩ শতাংশ ভোট কংগ্রেসে গেছে বলেও দাবি করেছেন তিনি। তবে বিষয়টি স্বীকার করে নেওয়ার জন্যে বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতাকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। বলেন, এত চুপিচুপি কী করার আছে। কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। বিজেপি-সিপিএম সাহায্য করেছে যে তাঁদের তা মানার জন্যে ধন্যবাদ জানান মমতা।

সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ

সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগ

অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক কার্ড খেলার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এর থেকেও বেশি নোংরা খেলা সিপিএম-কংগ্রেস খেলেছে বলে অভিযোগ। যা দুর্ভাগ্যজনক বলে দাবি মমতার। আর এই বিষয়টি থেকে তাঁরা শিখছেন বলে দাবি করেন তিনি। বিজেপি-র সঙ্গে যারা রয়েছে সেই কংগ্রেস-সিপিএমের কথা শোনার প্রয়োজন নেই বলেও মন্তব্য তৃণমূল নেত্রীর। আর এরপরেই একলা চলোর ঘোষণা তাঁর। এমনকি নির্বাচন জিতলেও তাঁদের নৈতিক হার হয়েছে বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।