কলকাতা : দোলের আগে অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব সাংস্কৃতিক সন্ধ্যা ‘কেবলই খেলা’। ভাবে অনুভবে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি। পাশাপাশি নানা আয়োজন। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রাবণী সেন ও পৌলোমী মজুমদার। আগামী ৫ মার্চ সন্ধ্যা ৬ টায়, উত্তম মঞ্চে অনুষ্ঠিত হবে ‘কেবলই খেলা’। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি।
অনুষ্ঠানের আগে মহড়া দিচ্ছেন শ্রাবণী সেন, পৌলমী মজুমদার-সহ গোটা দল। রবিবার এই অনুষ্ঠানে গানের পাশাপাশি রয়েছে নৃত্যানুষ্ঠানও। নৃত্য পরিবেশন করবেন বিশিষ্ট নৃত্যশিল্পী মধুবনী চট্টোপাধ্যায়। চলছে তারও রিহার্সাল। রবীন্দ্র গান ও নৃত্যকে কথার বাঁধনে বাঁধবেন সুমন্ত্র সান্যাল। অর্থাৎ অনুষ্ঠানে ভাষ্য রচনা দায়িত্বে রয়েছেন তিনি। পাশাপাশি থাকছে দ্বিতীয়ার্ধে আরও একটি গোটা অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করবেন প্রবুদ্ধ রাহা ও মল্লিকা মজুমদার। আরও বহু বিশিষ্ট জন অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। কবিগুরু রবীন্দ্রনাথের সৃষ্টি থেকে নানা কথা ও পাঠ উঠে আসবে এই সামগ্রিক অনুষ্ঠানে।
আরও পড়ুন : আসছে দোলযাত্রা, কখন শুরু হচ্ছে পূর্ণিমা তিথি, থাকছেই বা কত ক্ষণ, জেনে নিন এখনই
আজকের দিনে এই ধরনের প্রয়াস কোথাও যেন আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখে। দোলের আগে শহরবাসী দেখতে পাবেন এরকম একটি অভিনব প্রয়াস। হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। তাই মহড়ায় ব্যস্ত শিল্পীরা।
আরও পড়ুন : প্রেমিক বা স্বামীর সঙ্গে ঝগড়া হলেই প্রাক্তনের কাছে ফিরে যেতে ইচ্ছে করে? একবার ভেবে দেখুন এই কথাগুলো
জিটাটেল দ্বারা আয়োজিত গত বছরের ‘স্বপ্নে আমার-প্রেম বহুরূপে বারবার’-এর সিক্যুয়েল হল “কেবলই খেলা”। ‘স্বপ্নে আমার-প্রেম বহুরূপে বারবার’ অনুষ্ঠানটি গত বছর অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Culture, Cultural Programme