কারোর সঙ্গে তৃণমূল যাবে না
এই অবস্থায় যদিও একাই লড়াইয়ের কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আজ বৃহস্পতিবার নবান্নে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে আগামী লোকসভায় সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে তৃণমূল যাবে কিনা জানতে চাইলে মমতার স্পষ্ট বার্তা, তৃণমূল এবং মানুষের জোট হবে। শুধু তাই নয়, কারোর সঙ্গে তৃণমূল যাবে না বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

তৃণমূল একাই যথেষ্ট ….
শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরাই একাই লড়ব… মানুষের সমর্থন নিয়ে। বাম, কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল একাই যথেষ্ট বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যারা বিজেপিকে হারাতে চান তাঁরা তৃণমূলকে ভোট দেবে। তবে কংগ্রেস-সিপিএমকে যারা ভোট দেবে তাঁরা বিজেপিকে ভোট দেবে বলেও আমার বিশ্বাস বলে মন্তব্য তাঁর। এই সত্য আজ উদ্ঘাটন হয়ে গিয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

সাগরদিঘী উপ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল।
বলে রাখা প্রয়োজন, এদিন সাগরদিঘী উপ নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল। বাম-কংগ্রেস জোটের মুখে দাঁড়াতেই পারেননি তৃণমূল প্রার্থী। এমনকি ধারেকাছেও আসতে পারেনি বিজেপি প্রার্থী। আর এরপর থেকেই আগামী লোকসভা নির্বাচনের আগে ফের জোটের পথে বিরোধীরা হাঁটবে কিনা তা নিয়ে একটা চর্চা শুরু হয় রাজ্য-রাজনীতিতে। এমনকি তাঁকে তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। যদিও কারোর সঙ্গে তৃণমূলে জোটে যাবে না বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন নেত্রী। এমনকি সাগরদিঘিতে বাম-কংগ্রেসের জোটকে অনৈতিক বলেও ব্যাখ্যা তাঁর।

বিলম্বিত বোধদয় কটাক্ষ বিজেপির
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বছরখানেক আগে থেকেই বিরোধীদের একজোট হওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কয়েক দফায় আলোচনা হলেও কার্যত তা ভেস্তে যায়। এমনকি কংগ্রেসের সঙ্গে সংঘাতের রাস্তায় জড়িয়ে পড়ে তৃণমূল। আর তা থেকেই কি এবার একলা চলো রে…এর সিদ্ধান্ত! উঠছে প্রশ্ন। যদিও মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাকে বিলম্বিত বোধদয় বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বঙ্গ বিজেপি। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, দেরিতে হলেও উনি বুঝেছেন।