Viral Video of G20 Flower pot theft: ভাইরাল হতেই বিপত্তি, গাড়ি করে এসে জি২০-র ফুলের টব চুরি করে পুলিশের জালে ব্যক্তি

Advertisement

এবছর জি২০ গোষ্ঠীর সভাপতি ভারত। এই আবহে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে একাধিক সম্মেলন ও বৈঠক। এর জন্য সাজানো হয়েছে বিভিন্ন জায়গা। এমনই ভাবে ফুলের টব দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল গুরুগ্রামে। তবে এক ব্যক্তি গাড়ি করে এসে সেই গাছ সহ ফুলের টব চুরি করে নিয়ে যান। সেই ঘটনার ভিডিয়ো, ছবি ভাইরাল হয়। জানা গিয়েছে, সেই অভিযুক্ত ব্যক্তিকে এবার গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনমোহন যাদব। তাঁর বয়স ৫৫ বছর। ওল্ড গুরুগ্রামের গান্ধী নগরের সেক্টর ১১-এ থাকেন তিনি। (আরও পড়ুন: চিন সীমান্ত ঘেঁষে তৈরি হবে দেশের সর্ববৃহৎ বাঁধ, অনুমোদন দিল কেন্দ্র, জানুন বিশদ)

গুরুগ্রাম পূর্বের ডেপুটি কমিশনার অফ পুলিশ বীরেন্দ্র বীজ বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তিকে তাঁর গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে শনাক্ত করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হওয়া ভিডিয়োতে সেই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখা গিয়েছিল। আমরা চুরি হওয়া গাছ এবং ফুলের টবগুলি উদ্ধার করেছি। যে গাড়ি ব্যবহার করা হয়েছিল এই চুরিতে, সেই কিয়া কার্নিভালটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িটি মনমোহন যাদবের স্ত্রীর নামে নথিভুক্ত করা।’ এদিকে গুরুগ্রাম মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির জয়েন্ট সিইও এসকে চাহাল এর আগে জানিয়েছিলেন এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। (আরও পড়ুন: বিমান ভাড়া আর কি কোনওদিন কমবে? নিজের মত জানালেন এয়ার এশিয়ার প্রধান)

প্রসঙ্গত, গুরুগ্রামে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রকের বৈঠকে আগত বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানাতে ফুলের টব দিয়ে সাজানো হয়েছিল রাস্তার ধার। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, একজন ব্যক্তি তাঁর বিলাসবহুল গাড়িতে করে এসে টবগুলি তুলে নিয়ে যাচ্ছেন। ভাইরাল ভিডিয়োর ‘চোর’ মনমোহনের বিরুদ্ধে ফুলের টব চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ডালিয়া, গাঁদা-সহ একাধিক ফুলের টব চুরি করেছিলেন মনমোহন। স্থানীয় এক বাসিন্দা এই চুরির ঘটনাটি ক্যামেরাবন্দি করেছিলেন। এদিকে ঘটনা প্রসঙ্গে গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই চুরির ঘটনায় গুরুগ্রাম এবং দেশের ভাবমূর্তির ওপর প্রভাব পড়বে।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।