Speaker On Governor: সংবিধান মেনে চলছেন, রিপোর্ট চাইতেই পারেন, রাজ্যপাল প্রসঙ্গে মন্তব্য স্পিকারের

Advertisement

দিনহাটা কাণ্ড নিয়ে রাজ্যপাল স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট চাইতেই পারেন। এতে কোনও ভুল দেখছেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটা জানালেন এমনটাই জানালেন তিনি।

দিনহাটা কাণ্ড নিয়ে বিবৃতি দেওয়ার পর থেকে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র-সহ একাধিক নেতা বলতে শুরু করেছেন, পূর্বসূরি জগদীপ ধনখড়ের দেখানো পথেই তিনি হাঁটতে শুরু করেছেন। এই নিয়ে দলীয় মুখপাত্র জাগো বাংলায় একটি সম্পাদকীয় প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বিজেপির গোপন এজেন্ডা পূরণ করার কাজে নেমেছেন তিনি। এই নিয়ে স্পিকার জিজ্ঞালা করা হলে তিনি বলেন,’কোথায়, কে, কী মন্তব্য করছে সেটা আমার জানা বিষয়ও নয়। এ নিয়ে আমি মন্তব্য করব না।’ দিনহাটার রিপোর্ট তলব প্রসঙ্গে স্পিকার বলেন, ‘উনি রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের থেকে রিপোর্ট চাইতেই পারেন। উনি ওনার এক্তিয়ারের মধ্যে থেকে কাজ করলে আমার কিছু বলার নেই।’

স্পিকার এ প্রসঙ্গে আরও বলেন, ‘ বাড়তি প্রত্যাশার কোনও জায়গা নেই। উনি সংবিধানিক পদে আছেন, সাংবিধানিক পদে আছেন, সংবিধান মেনে কাজ করবেন। রাজ্য সরকার তার কাজ করবে। আমরা আমাদের কাজ করব। এতে বিরোধের জায়গা কোথায়? আমরা মনে হয় না এমন কোনও ক্ষেত্র তৈরি হয়েছে যাতে মনে হয় উনি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছেন।’

সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির জামিন প্রসঙ্গে মন্তব্য করেন স্পিকার। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। পরে অবশ্য তিনি সেই বিতর্কে ইতি টেনে জানিয়ে দেন, বিষয়টি আদালতের বিচারাধীন। আদালতই তাঁর জামিনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এবার রাজ্যপালের রিপোর্ট তলব নিয়ে যখন সরব হয়েছে শাসকদল, সেই সময় তিনি এই রিপোর্ট তলব যুক্তিযুক্ত বলে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে কি নতুন বিতর্ক উস্কে দিলেন?

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।