Kolkata Theatre | সমাজের নানা সমস্যার কথা উঠে আসবে আরও একবার! মঞ্চস্থ হতে চলেছে ‘এ ম্যান’

Advertisement

কলকাতা:  ১২ই মার্চ, রবিবার, মিনার্ভা থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছ’টায় দ্বিতীয় শো হতে চলেছে  ‘এ ম্যান’-এর। এটি একটি সামাজিক মিউজিক্যাল ড্রামা। এই মুহুর্তে মানুষ যখন নিজেদের অস্তিত্ব ভুলে যেতে বসেছে, সবাই বিক্রি হয়ে যাচ্ছে পুঁজিবাদী চিন্তাধারার সামনে, তখনই শান্তনু নাথ অভিনীত বিমান ও অমিত সাহা অভিনীত অজিত খুঁজে পেতে চাইছে সমাজের প্রতি সততার বিশ্বাসকে।

পুঁজিবাদী ভাবধারায় পুঁজিবাদকেই লাথি মারতে চায় এই দুই শহুরে মানুষ। প্রয়োজনে তারা সর্বস্ব খুইয়েও ঘুরে দাঁড়াতে চায়।

আরও পড়ুন: কলকাতা থেকেই শুরু! তুমুল জনপ্রিয়তা পেয়েও উধাও, হারিয়ে গেলেন ইন্ডিয়ান আইডলের অমিত

আরও পড়ুন: অমিতাভ, ধর্মেন্দ্রর বাড়ির কাছে হঠাৎ হাজির বম্ব স্কোয়াড. আতঙ্ক তীব্র, কী হল!

রাজনীতি, বিপ্লব ও থিয়েটার- তাদের জীবনে মিলে-মিশে একাকার হয়ে গিয়েছে। অভিনব ভাবনায় এক নাটক। আবার এক পরিবর্তন আসতে চলেছে বাংলা মঞ্চে। অন্যতম সাহসী কাজ দেখার অপেক্ষায় বাংলা নাটকের দর্শকরা।। বাপ্পা তাঁর সিনেমা ও নাটকের মধ্য দিয়ে আবারও বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে মেলে ধরতে চাইছেন।

 

মেইনস্ট্রিম ভাবধারায় বুদ্ধীদিপ্ত  উপস্থাপনার অপেক্ষায় দর্শক। ‘এ বং পজিটিভ’-এর নতুন প্রযোজনা ‘এ ম্যান’-এর সামগ্রিক পরিকল্পনায় বাপ্পা। অভিনয়ে শান্তনু নাথ, অমিত সাহা, অর্পণ বোস এবং আরও অনেকে।

Published by:Sanchari Kar

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।