Former PM Deve Gowda Hospitalized: হাসপাতালে ভরতি প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া, অনুগামীদের উদ্দেশে দিলেন বার্তা

Advertisement

জনতা দল সেকুলার প্রধান তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া মঙ্গলবার হাসপাতালে ভরতি হন। জানা গিয়েছে রুটিন চেকআপ-এর জন্যই হাসপাতালে ভরতি হয়েছেন কর্ণাটকের এই বর্ষীয়ান রাজনীতিবিদ। টুইট করে নিজেই হাসপাতালে ভরতি হওয়ার কথা জানান দেবেগৌড়া। তিনি তাঁর অনুগামীদের উদ্দেশে বার্তা দিয়েছেন, ‘চিন্তা করার কোনও কারণ নেই। দুই দিনেই বাড়ি ফিরে আসব আমি।’ তবে ঠিক কী কারণে এই রুটিন চেকআপ, তা জানাননি দেবেগৌড়া।

প্রসঙ্গত, ৮৯ বছর বয়সি দেবেগৌড়া অনেকদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছেন। পাশাপাশি তাঁর হাঁটুতেও বেশ ব্যথা। এদিকে দেবেগৌড়ার ছেলে তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী জানান, তাঁর বাবা হাসপাতাল থেকে ফিরলে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনের প্রার্থী বাছাই করবেন। এদিকে দেবেগৌড়ার পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে যাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে কোনও আপডেট মিডিয়াতে প্রকাশ না করা হয়। তবে সূত্রের খবর, তাঁর হাঁটু ফুলেছে। সেই কারণেই হাসপাতালে গিয়েছেন দেবেগৌড়া। চিকিৎসকরা নাকি তাঁকে অন্তত এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলেছেন।

প্রসঙ্গত, জনতা দল (সেকুলার) সুপ্রিমো এইচডি দেবগৌড়া বর্তমানে রাজ্যসভার সদস্য। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হওয়ার সময়ও তিনি রাজ্যসভারই সদস্য ছিলেন। ২০১৯ সালে অবশ্য একবার কানাঘুষো শোনা গিয়েছিল যে সক্রিয় রাজনীতি থেকে অবসর নিতে পারেন দেবেগৌড়া। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে লড়লেও হেরে গিয়েছিলেন তিনি। ২০১৯ সালে বিজেপি বিরোধী রব তুলেই নির্বাচনী ময়দানে নেমেছিলেন তিনি। যদিও ২০১৬ সালে একবার তিনি ঘোষণা করেছিলেন যে আর তিনি নির্বাচনে লড়বেন না। তবে ২০১৮ সালে কর্ণাটকে ছেলে কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের পর লোকসভ নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবেগৌড়া। তুমকুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।