Anupam Roy: আমায় নকল করে কেউ গান বানালে তিনি কখনওই সফল হবেন না: অনুপম রায়

Advertisement

দীর্ঘ ৫ বছরের বিরতি, অবশেষে নতুন গানের অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। নাম ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’। সম্প্রতি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নতুন অ্যালবাম নিয়ে মুখ খুলেছেন অনুপম রায়।

৫ বছর বিরতির পর নতুন অ্যালবাম আনার তাগিদ কেন বোধ করলেন? এমন প্রশ্ন অনুপম এই সময়কে জানিয়েছেন, তিনি ৫ বছর দুটি প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, সেকারণে তাঁকে নির্দিষ্ট কিছু ছাঁচে বাঁধা পড়েছিলেন। তাই তাঁর মনে হয় এবার এমন কিছু গান বানাবেন, যেটা তাঁর একান্ত নিজের হবে, বাণিজ্যিক নয়। প্রসঙ্গক্রমেই ফের জিগ্গেস করা হয়, গায়কদের প্রথমে জনপ্রিয় হওয়ার তাগিদ থাকে, জনপ্রিয়তা পেলে মনে হয় নিজের জন্য গান তৈরি প্রয়োজন। একথায় অনুপমের জবাব ছিল, তাঁর ক্ষেত্রেও বিষয়টা খানিকটা সেরকই ছিল। এক্ষেত্রে তিনিই তাঁর গানের শ্রোতা। জানান, কাউকে বিনোদন দেওয়ার কথা তিনি দিচ্ছেন না। কেউ বিনোদন পেতেও পারেন, আবার না পেতেও পারেন।

নতুন গানের অ্যালবামের নাম ‘অদৃশ্য নাগরদোলার ট্রিপ’ রাখা প্রসঙ্গে অনুপম রায় বলেন, আমরা সকলেই যেন নাগরদোলায় চেপে বসেছি। আবার নাগরদোলার আগে অদৃশ্য শব্দটা জুড়ে দিলে সবকিছু উধাও। এই যে সবকিছু আছে আবার নেই, এই ভাবনাটাই তাঁর অ্যালবামের প্রতিটি গানের মধ্যে রয়েছে।’ অ্যালবামের মোট ৯টি গান আগামী ২ মাস ধরে মুক্তি পাবে বলেও জানান অনুপম রায়।

অনুপম রায়

Advertisement

টলিউডের পার্টি থেকে নিজেকে কেন সরিয়ে রাখেন গায়ক? এমন প্রশ্নে অনুপম জানান, তাঁর পার্টি করার প্রশিক্ষণ নেই। টলিউডের কিছু বন্ধু আছেন, তাঁদের সঙ্গে মাঝেমধ্যে আড্ডা দেন। একাকী নিজের সঙ্গেই তিনি টানা ৭-৮দিন সময় কাটিয়ে দিতে পারেন বলেও জানান অনুপম রায়।

২০২৩-এ এসেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক অনুপম রায়ের জুটির কিছু গানের কাছে বারবারা ফিরে যান সঙ্গীতপ্রেমীরা। সাম্প্রতিক সময়ে প্রেম ও বিরহের গান হওয়া সত্ত্বেও তা শ্রোতাদের মনে কেন জায়গা করতে পারছে না? এই প্রশ্ন অনুপম বলেন, ‘নস্টালজিয়ায় গা ভাসাতে চাইলেই ভাসানো যায়, তবে আমার মনে হয় আজও এমন কিছু সৃষ্টি হবে, যেটা ১০ বছর পরও সঙ্গীতপ্রেমীদের মননে থাকবে। তখন ছবির ধরন, সুরের ধরন, শব্দচয়ন, সবকিছু নতুন ছিল। সেটা প্রতিষ্ঠিত হয়। তবে এটা বলতে পারি আজ যদি আমার গানের ধরন কেউ অনুকরণ করে তিনি সফল হবেন না, কারণ শ্রোতারা নতুন কিছু চান।’

সৃজিত-অনুপম জুটি আবারও ফিরবে কিনা সেপ্রশ্ন গায়ক বলেন, তাঁর সঙ্গে সৃজিতের সম্পর্ক ভালো। তিনি যেধরনের গান বানান, সেধরনের কিছু প্রয়োজন হলে নিশ্চয় সৃজিত মুখোপাধ্যায় তাঁকে ডেকে নেবেন। ব্যক্তিগত জীবনেও সাম্প্রতিক কালে টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছেন অনুপম রায়। বিয়ে ভেঙেছে তাঁর। ব্যক্তিগত জীবনের প্রভাব কি তাঁর গানে পড়েছে? জীবনদর্শনের পরিবর্তন এলে তার ছাপ লেখায় পড়বে। তাঁরও স্বপ্নভঙ্গ হয়েছে, চোখ খুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সেখান থেকে তাঁর লেখা,গান চিন্তাভাবনা পাল্টাতেই পারে। এমন কিছু লিখছি, যা শ্রোতারা শুনতে পাবেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।