বি টাউনে কিয়ারা থেকে ক্যাটরিনা ,টাই-ডাই ট্রেন্ড এখন দারুন হিট

Advertisement

বর্তমানে ফ্যাশন দুনিয়ায় টাই -ডাই এর ট্রেন্ড সুপারহিট। নতুন ধরণের শিল্প শৈলীতে নিজের সৌন্দর্যকে তুলে ধরতে এখন টাই -ডাই এর জবাব নেই। স্মার্ট লুক এবং রঙচঙে স্টাইলিশ পোষাক এখন বলিউডের তারকাদের প্রথম পছন্দ। আজকাল তারকা থেকে সাধারণ মানুষ অনেকেই টাই-ডাই এর প্রেমে পড়েছে। প্যান্ট হোক বা সোয়েটার, টি-শার্ট বা লাউঞ্জওয়্যার , তারকাদের বিভিন্ন পোষাকে এখন টাই -ডাই এর প্রবণতা বেড়েছে।

বলিউডের বহু সেলিব্রিটিই ফ্যাশনের নতুন ট্রেন্ড এই টাই -ডাই এর ওপর নিজেদের মোহর লাগিয়েছেন। সুক্ষ অথচ রঙিন প্রিন্টের এই ফ্যাশনেবল পোষাক দোকান থেকে শপিং মল , বুটিক থেকে ফ্যাশন শোরুম সব জায়গাতেই পছন্দের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তারকাদের এই আধুনিক ফ্যাশন ট্রেন্ডের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপরেও , তাই নিউ জেনেরেশনের মধ্যে এর চাহিদাও দিন দিন বেড়ে চলেছে।

১. অনন্যা পান্ডে :বলিউডের তারকা অনন্যা পান্ডে গোলাপি রঙের টাই -ডাই সোয়েটার এবং সঙ্গে হালকা রঙের জিন্স পরে একদম অন্যরকম দেখাচ্ছিলেন। তার ওপরের টাই -ডাই টপে বোতামের পরিবর্তে সেফটি-পিন এনক্লোজার ব্যবহার করা হয়েছে যা রোদ্দুরে তার রূপকে আরও ফুটিয়ে তুলছিল। টপ এবং জিনসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা স্নিকার্স এবং হার্ট আকৃতির কানের দুল এবং খ্রিস্টান ডিওর পার্স স্টাইল তার চেহারায় আলাদা দ্যুতি এনে দিয়েছে। তার সৌন্দর্যকে সম্পূর্ণ করে তুলেছে অন-ফ্লিক মেকআপ। আপনিও কি তার এই সৌন্দর্যে প্রভাবিত হয়ে টাই -ডাই ফ্যাশন অনুসরণ করতে চান , তবে দেরি না করে আপনিও টাই -ডাই ফ্যাশন ট্রাই করুন।

Published by:Brototi Nandy

First published:

Tags: Actress, Bollywood, Fashion, Fashion trends, Trending

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।