প্রাথমিকে কয়েকশ’ পদে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Advertisement

দক্ষিণ ২৪ পরগনায় ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিকে ৩২৮টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের আন্দোলন অবশেষে সার্থক হল বলে মনে করা হচ্ছে। বুধবার এই মামলার শুনানিতে শূন্যপদের থেকে ৫ শতাংশ অতিরিক্ত আসনে নিয়োগ করতে বলা হয়েছে। আদালতের নির্দেশে খুশি যোগ্য চাকরিপ্রার্থীরা।

২০০৯ সালের প্রাথমিকের বিজ্ঞপ্তি অনুসারে দক্ষিণ ২৪ পরগনায় শূন্যপদের সংখ্যা ছিল ১,৮৩৪টি। কিন্তু তার মধ্যে ১,৫০৬টি পদে নিয়োগ দেয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তাদের দাবি, বাকি আসনগুলিতে উপযুক্ত সংরক্ষিত প্রার্থী পাওয়া যায়নি। সেই ৩২৮টি শূন্যপদে নিয়োগের দাবিতে আদালতের দ্বারস্থ হন যোগ্য চাকরিপ্রার্থীরা।

এই মামলার রায়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ১৭ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করে নিয়োগ শুরু করবে সংসদ। সঙ্গে যেহেতু মামলা দীর্ঘদিন চলেছে তাই শূন্যপদের ৫ শতাংশ বেশি আসনে নিয়োগ করতে হবে। তালিকা প্রস্তুত করবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই তালিকা অনুসারে নিয়োগপত্র দেবে প্রাথমিক শিক্ষা সংসদ।

২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১২ সালে লিখিত পরীক্ষা হয়। প্রায় ১১ বছরের লড়াইয়ের পর অবশেষে আদালতের নির্দেশে নিয়োগ পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।