দেশজুড়ে টেস্ট ম্যাচ হোক! কোহলির কথাকে কেটে বোর্ডের সুরে সুর মেলালেন রোহিত

Advertisement

দক্ষিণ আফ্রিকা দল ২০১৯ সালে ভারত সফরে এসেছিল। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। সেই সময়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের খেলতে গিয়ে বিরাট কোহলি একটি পরামর্শ দিয়েছিলেন। সেই সময়কার ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন যে ভারতের মাত্র পাঁচটি মাঠে টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, ভারতের পাঁচটি বড় মাঠ বেছে নেওয়া উচিত, যেখানে টেস্ট ম্যাচ আয়োজন করা যেতে পারে। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ম্যাচটি ধর্মশালায় হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মাঠ বদলে ভেন্যু করা করা হয় ইন্দোরে। অর্থাৎ ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ইন্দোরে।

আরও পড়ুন… IND vs AUS: নেটে কি নিজের সব রাগ উগরে দিচ্ছেন শুভমন! অনুশীলনে আগুন ঝরাচ্ছেন গিল

ইন্দোর টেস্টের আগে এই বিষয়ে বিবৃতি দিয়েছেন রোহিত শর্মা। আসলে, টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মাত্র পাঁচটি মাঠে টেস্ট ক্রিকেটের পরামর্শের সঙ্গে একমত হতে পারেনি। রোহিত শর্মা মনে করেন, দেশের মাত্র পাঁচটি মাঠে টেস্ট ক্রিকেট খেলা হলে ক্রিকেটের প্রচার হবে না, তাই দেশের বিভিন্ন মাঠে টেস্ট ক্রিকেট খেলা উচিত। তিনি বলেন, ‘আপনি যদি সত্যিই টেস্ট ক্রিকেটের প্রচার করতে চান, তাহলে দেশের বিভিন্ন মাঠে খেলা উচিত, কিছু নির্বাচিত মাঠে নয়। এমনটা হলে ক্রিকেটের পরিধি সীমিত হয়ে যাবে।’

আরও পড়ুন… চিন্নাস্বামীতেই WPL-র প্রস্তুতিতে RCB, দলের সঙ্গে যোগ দিলেন নিকার্ক, এরিন বার্নস

উল্লেখযোগ্যভাবে, ইন্দোরে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে ভারতীয় দল। বুধবার থেকে ইন্দোরে শুরু হবে তৃতীয় টেস্ট ম্যাচটি। টিম ইন্ডিয়া সিরিজে নিজেদের লিডকে সুসংহত করতে চায়। অন্যদিকে অস্ট্রেলিয়া দল সিরিজে ফেরার অভিপ্রায় নিয়ে মাঠে নামবে। ভারত নাগপুর টেস্টে অস্ট্রেলিয়া দলকে ইনিংস এবং ১৩২ রানে পরাজিত করেছিল। এরপরে সিরিজের দ্বিতীয় টেস্টে দিল্লির মাঠে ক্যাঙ্গারুদের ৬ উইকেটে পরাজিত করেছিল। এখন এই ম্যাচ জিতে বা ড্র করে নিজেদের লিড ধরে রাখতে চাইবে টিম ইন্ডিয়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।