আপনি যদি খাদ্যরসিক হয়ে থাকেন , তবে ইন্টারনেট হল তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম। নতুন ধরণের রান্নার স্বাদ পেতে এবং নতুন রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে সোশ্যাল মিডিয়াগুলোতে মানুষের ভিড় লেগে থাকে। অভিনেতা আশীষ বিদ্যার্থীর নিজস্ব ইউটিউব চ্যানেলে তিনি সারা ভারত ঘুরে নতুন ধরণের বিভিন্ন খাবারের খোঁজ দিয়ে থাকেন।
সম্প্রতি একটি ভিডিওতে তিনি কলকাতার রসগোল্লা চা ট্রাই করে তার স্বাদ সবার সামনে তুলে ধরেছেন। তার কাছে এই স্বাদ অনন্য হলেও নেটিজেনরা তাতে একমত নন। কলকাতায় ঘুরতে গেলে রসগোল্লা না খেয়ে কখনই ফেরা যায়না। কারণ রসগোল্লার জন্য সারা বিশ্বে কলকাতা খুবই প্রসিদ্ধ।
আপনি যদি চা এবং রসগোল্লা দুটোই পছন্দ করে থাকেন তবে “রসগোল্লা চা” আপনার জন্য শ্রেষ্ঠ বিকল্প। গরম চেয়ে রসগোল্লা ! অনেকের কাছেই এই উদ্ভট আবিষ্কারটি মেনে নেওয়ার যোগ্য না। অভিনেতা আশীষ বিদ্যার্থী তার ইউটুবে চ্যানেলে বিভিন্ন খাবারে পদকে তুলে ধরেন, তাই এবার তিনি পা রেখেছিলেন মিষ্টিপ্রেমীদের কেন্দ্রবিন্দু কলকাতায়। খাদ্যরসিকদের কাছে কলকাতা চিরকালই খুবই পছন্দের। ভিন্ন স্বাদের ভিন্ন খাবার সারা বিশ্ব থেকে মানুষকে এই কলকাতাতে টেনে নিয়ে আসে। এবার তিনি চুমুকে চমকের “রসগোল্লা চা” তার ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে প্রস্তুতকারকরা এই বিশেষ চা টি তৈরি করেন এবং কিভাবে তাতে পর্যাপ্ত মশলা এবং রসগোল্লা মিশিয়ে সেই চা কাস্টোমারদের পরিবেশন করেন। ভিডিওটি ইউটিউবে শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন ” রসগোল্লা চা কখনও ট্রাই করেছেন কি ?” ভিডিওটি এখানে দেখুন-
ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে ১০০০০ ভিউ অর্জন করেছে। ভিডিওটি অনেকে পছন্দ করলেও সকলে অভিনেতার সঙ্গে একমত নন। অনেকের কাছেই এটি উদ্ভট রেসিপি ছিল। একজন ব্যক্তি লিখেছেন, “আশ্চর্যজনক।”অপর একজন ইউটিউব ব্যবহারকারী পোস্ট করেছেন যে “গুজরাটের একটি দোকানেও একই রকম কিছু বিক্রি হয়।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood actor, Kolkata, Tea, Youtube