Youth dead in road accident: বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু যুবকের, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ গ্রামবাসীদের

Advertisement

বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের দহমুড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যুবকের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে ঘটে বিপত্তি। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাদে গ্রামবাসীদের। ঘটনায় ১২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। ইতিমধ্যেই ঘটনায় ১৫ জনকে আটক করে পুলিশ। যার মধ্যে ৪ জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম করমা সিং। তিনি গোপীবুল্লবপুর থেকে হাতিবাড়ির দিকে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় ঘটে দুর্ঘটনা। সুবর্ণরেখা নদী থেকে বালি তোলার জন্য উলটো দিক থেকে একটি লরি আসছিল। সেই লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যুবক। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, যুবকের বাড়ি গোপীবল্লভপুরের বাবুডুমরো গ্রামে। ঘটনায় গ্রামবাসীরা বাইক চালকের দেহ রাস্তায় রেখে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করা হচ্ছে। পুলিশ সে বিষয়টি জানার পরেও কোনও পদক্ষেপ করছে না। এর আগে বালি বোঝাই লরির ধাক্কায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই অভিযোগকে সামনে রেখে মূলত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। তারা স্থানীয়দের বিক্ষোভ তুলে নিতে বলে। এই নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এর পরেই বচসা পরিণত হয় খণ্ডযুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াগ্রাম, ঝাড়গ্রাম সহ আশেপাশের থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গোটা ঘটনায় ১২ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যাওয়ার পর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর দেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি তুফান মাহাত বলেন, ‘দিনের পর দিন অবৈধভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে। প্রশাসনের নজর এড়িয়ে কোনভাবেই এই কাজ সম্ভব নয়। সে ক্ষেত্রে প্রশাসনের মদত রয়েছে। অবিলম্বে অবৈধভাবে বালি পাচার বন্ধ করতে হবে না হলে দুর্ঘটনা ঘটতেই থাকবে। শুধু তাই নয়, নদীর গতিপথ পরিবর্তন হবে। এর ফলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।’ অন্যদিকে, গোপীবল্লভপুরের তৃণমূল ব্লক সভাপতি হেমন্ত ঘোষ বলেন, ‘এটা নিছকই দুর্ঘটনা অথচ বিজেপি এটা নিয়ে অশান্তি তৈরি করতে চাইছে। আদৌও অবৈধভাবে বালি তোলা হচ্ছে কিনা তা প্রশাসন বলতে পারবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।