IPL 2023: রিঙ্কুর শটে ক্যামেরার স্বর্গবাস! KKR-এর প্রস্তুতি শিবিরে ভাঙচুর চালাচ্ছেন সিং-জি, দেখুন ভিডিয়ো

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের দীর্ঘদিনের সঙ্গী রিঙ্কু সিং। তবে দলে সেই অর্থে কখনও গুরত্ব পাননি তিনি। উত্তরপ্রদেশের বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে মূলত জল বাওয়ার কাজেই ব্যবহার করত কেকেআর। টুকিটাকি যতগুলি ম্যাচে মাঠে নামার সুযোগ পেতেন রিঙ্কু, চেষ্টা করতেন নিজের ছাপ রাখার। তা সত্ত্বেও তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাঁকে বরাবর উপেক্ষা করত।

ছবিটা বদলায় গত মরশুমে। কার্যত বাধ্য হয়ে রিঙ্কুকে মাঠে নামানোর পরে চমকে যায় নাইট টিম ম্যানেজমেন্ট। তারকাদের ভিড়ে চাপা পড়ে যাওয়া রিঙ্কু সিং মাঠে নামার সুযোগটাকে এমনভাবে কাজে লাগান, যার পরে তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে থাকা সম্ভব হয়নি নাইট রাইডার্সের।

রিঙ্কু সিং যে আইপিএলে কেকেআরের সম্পদ হয়ে উঠতে পারেন, সেটা যর্থাথ বোঝা যায় গত মরশুমে। ২০২২ সালের আইপিএলে মোটে ৭টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান রিঙ্কু সিং। তিনি ৩৪.৮০ গড়ে ১৭৪ রান সংগ্রহ করেন। ১৪৮.৭১ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন রিঙ্কু।

স্বাভাবিকভাবেই নতুন মরশুমে রিঙ্কুকে সামনে রেখেই অঙ্ক কষতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৩-এর আগে কেকেআরের প্রস্তুতি শিবিরে ছেয়ে রয়েছেন তিনি। নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে রানের ফুলঝুরি রিঙ্কুর ব্যাটে। নেটেও রীতিমতো ঝড় তুলছেন তিনি।

এহেন রিঙ্কু সিংয়ের একটি কাণ্ডের কথা সোশ্যাল মিডিয়ায় সামনে আনে নাইট রাইডার্স। অনুশীলনের সময় রিঙ্কু শটে ভেঙে যায় ক্যামেরা। একটি মজাদার ভিডিয়োয় রিঙ্কুর শটে ভাঙা ক্যামেরার স্বর্গবাস কামনা করে নাইট ফ্র্যাঞ্চাইজি। ভিডিয়োর ক্যাপশনে ব্যবহার করা বার্তাটিও নিতান্ত মজাদার। টুকরো টুকরো হয়েই ক্যামেরা যাতে বিশ্রামে থাকে, সেই কামনাই করেছে কেকেআর।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।