তৃণমূল কংগ্রেসকে নিশানা নিশীথ প্রামাণিকের, Nishith Pramanik target to attack TMC

Advertisement

Advertisement

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা

গত শনিবার অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। গাডিতে বুলেট লেগেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁকে হত্যা করার পরিকল্পনা নিয়েই হামলা চালানো হয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেন নিশীথ প্রামাণিক। এর আগেও নিশীথের কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিজেপি এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে।

রিপোর্ট তলব রাজ্যপালের

রিপোর্ট তলব রাজ্যপালের

নিথীশ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলায় অবনতির অভিযোগে সরব হয় বিজেপি। এই নালিশ পেয়েই নবান্নের কাছে এই নিয়ে রিপোর্ট তলব করেছে রাজভবন। রাজ্যপালের এই রিপোর্ট তলবকে নিশানা করেছে শাসক দল। দলীয় মুখপত্রে অভিযোগ করা হয়েছে, জগদীপ ধনখড়ের পথেই চলতে শুরু করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যপাল পদে শপথ নেওয়ার পরেই রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সিভি আনন্দ বোস। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন প্রকাশ্যে।

কেন্দ্রের উপরে হামলার অভিযোগ

কেন্দ্রের উপরে হামলার অভিযোগ

এদিকে নিশীথ প্রামাণিক নিজে তাঁর উপরে হামলাকে কেন্দ্রের উপরে হামলা বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর উপরে হামলা মানে কেন্দ্রের উপরে আক্রমণ। কারণ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিক অভিযোগ করেেছন, ‘আমাকে আক্রমণ করা মানেই কেন্দ্র সরকারকে আক্রমণ করা’। অবশ্য নিশীথের এই মন্তব্যের পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসও। তাদের অভিযোগ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই শাসক দল নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি করা হয়েছিল।

হাইকোর্টে মামলা

হাইকোর্টে মামলা

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনাকে সহজ ভাবে নিতে রাজি নয় বিজেপি। এবার সরাসরি সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছে তারা। আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। নিশীথ প্রামাণিকের উপরে হামলার ঘটনাকে হাতিয়ার করেই শাসক দলের বিরুদ্ধে আন্দোলন তীব্র করতে চাইছে বিজেপি। রাজ্যপালও এই নিয়ে নবান্নকে কড়া বার্তা দিয়েছে। এবং দুষ্কতিদের মোকাবিলায় অবিলম্বে কড়া পদক্ষেপ করার কথা বলেছে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।