Mimi-Subhashree: গলায় গলায় বন্ধুত্ব রাজের অতীত ও বর্তমানের! ‘ইন্দুবালা’ শুভশ্রীকে শুভেচ্ছা মিমির

Advertisement

একটা সময় রাজ চক্রবর্তীকে নিয়ে মিমি আর শুভশ্রীর রেষারেষির কথা কারুর অজানা ছিল না। রাজ-মিমির সঙ্গে সামান্য চিড় ধরতেই পরিচালকের জীবনে এন্ট্রি অন্য নায়িকার। এরপর সময় গড়িয়েছে অনেকখানি। শুভশ্রীর হাত ধরে সংসার পেতেছেন রাজ। স্ত্রী, সন্তানকে নিয়ে ঘোর সংসারি মানুষ ‘বোঝে না সে বোঝে না’ পরিচালক। অন্যদিকে ‘সিঙ্গল’ জীবনে কাজ নিয়ে ব্যস্ত মিমি। সদ্য প্যারিসে নিজের জন্মদিন সেলিব্রেট করে ফিরেছেন।

কিছু কিছু জুটির প্রেমের গল্প হামেশা স্মৃতিতে উজ্জ্বল থাকে, মিমি-রাজ তেমনই একটা নাম। একটা সময় টলিউডের হার্টথ্রব প্রেমিক যুগল ছিলেন তাঁরা। তবে সে সব অতীত অধ্যায়। রাজকে ঘিরে একটা সময় পরোক্ষে বাকযুদ্ধে জড়িয়েছিলেন শুভশ্রী-মিমি, কিন্তু সেই দূরত্ব এখন ঘুচেছে। অতীতের তিক্ততা ভুলে জীবনপথে অনেকখানি এগিয়ে গিয়েছেন দুজনে। এবার ‘ইন্দুবালা’ শুভশ্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মিমি।

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হইচই-এর আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দেখা মিলবে রাজ ঘরণীর। সদ্য ৩০-এর কোঠায় পা দেওয়া শুভশ্রীকে দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে ৭৫ বছরের বৃদ্ধার চরিত্রে দেখা যাবে। স্বভাবতই এই সিরিজ শুভশ্রীর কেরিয়ারের বিরাট চ্যালেঞ্জ। 

শুক্রবার টুইটারের দেওয়ালে মিমি লেখেন, ‘একটু দেরি হয়ে গেল শুভশ্রীকে এই অসাধারণ প্রোজেক্টার জন্য শুভকামনা জানাতে। আমার এটা দেখেই ভালো লাগছে যে এইরকম নারীকেন্দ্রিক কনটেন্ট তৈরি হচ্ছে। মহেন্দ্র সোনি এবং গোটা টিম… আমার তর সইছে না এটা দেখবার জন্য। আর হ্যাঁ, বলতেই হচ্ছে এই সিরিজের ক্যামেরার কাজ অসাধারণ। হইচই নিঃসন্দে সবরকমের স্টিরিওটাইপ ভাঙছে’। 

মিমির এই মিষ্টি বার্তার জবাব দিতে ভোলেননি শুভশ্রী। তিনি পালটা লেখেন, ‘ধন্যবাদ মিমি। দেখিস সিরিজটা ভালো লাগবে’। সঙ্গে লাল হৃদয়ের চিহ্নও যোগ করেন শুভশ্রী। এতেই স্পষ্ট দুই নায়িকার মধ্যে পারস্পরিক সৌজন্যমূলক সম্পর্ক বজায় রয়েছে পুরোমাত্রায়। কোনওরকম মন কষাকষি নয়, বরং একে অপরের যে কোনও সাফল্যে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেন না দুজনেই। মাস খানেক আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফাঁকে একফ্রেমে বন্দি হয়েছিলেন মিমি-শুভশ্রী। সেই ছবিতে আবার ধরা দিয়েছিলেন শুভশ্রীর প্রাক্তন দেব ও তাঁর বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র। 

আরও পড়ুন-‘মিড ডে মিলের খাবারে পোকামাকড় নিয়ে তো মুখ খোলে না’,মিমিকে তুলোধনা পাপিয়ার

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

                                                                                                 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।