Hizbul Chief roaming around in Pakistan: বডিগার্ড নিয়ে রাওয়ালপিন্ডিতে ঘুরছে হিজবুল প্রধান, সামনে পাকিস্তানের আসল রূপ

Advertisement

জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই এফএটিএফ-এর ধূসর তালিকায় ছিল পাকিস্তান। তবে সম্প্রতি সেই তালিকা থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা। তবে পাকিস্তান যে জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য, তা ফের একবার প্রমাণিত হল। উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, হিজবুল মুজাহিদিনের প্রধান তথা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমাপ্রাপ্ত সইদ সালাউদ্দিন নিরাপত্তারক্ষীদের নিয়ে এক জঙ্গির শোকসভায় যাচ্ছে। সেই নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম দেখে তাদের পাক সেনা বলে মনে করা হচ্ছে। রাওয়ালপিন্ডির রাস্তায় অবাধে ঘুরে বেরানোর পাশাপাশি এই হিজবুল নেতাকে প্রকাশ্যে ভারত বিরোধী বক্তৃতাও দিচ্ছে। (আরও পড়ুন: অ্যাডিনোভাইরাস রুখতে তৎপর পুরসভা, জারি নির্দেশিকা, অভিভাবকরা জেনে রাখুন)

জানা গিয়েছে, মোস্ট ওয়ান্টেড জঙ্গি বসির আহমেদ পীরের শেষযাত্রায় যোগ দিতে যাচ্ছিল হিজবুল প্রধান। শোকসভায় মৃত জঙ্গির আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে দেখে যায় সইদ সালাউদ্দিনকে। সম্প্রতি অজ্ঞাত পরিচয় এক বন্দুকবাজ বসির আহমেদ পীরকে খতম করে। সেই মৃত জঙ্গিক শেষযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই শেষযাত্রার ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাতে দেখা যায় হিজবুল প্রধান সইদকে। সূত্রের খবর, পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সুরক্ষিত জায়গায় ওই কুখ্যাত জঙ্গির শেষযাত্রার আয়োজন করা হয়েছিল। ভাইরাল ভিডিয়োতে সইদকে বক্তৃতা রাখতে দেখা যায়। সেখানে ভারতকে ধ্বংস করার শপথ নিতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: গুরুতর অসুস্থ ডিএ আন্দোলনকারী, পালস রেট নেমে গেল ৪৯-এ

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকা থেকে বেরিয়েছে পাকিস্তান। তবে এরই মধ্যে বিশ্বমঞ্চে ফের কান লাল হল ইসলামাবাদের। প্রসঙ্গত, রাওয়ালপিন্ডি পাক সেনার সদর দফতর। সেই শহরে হিজবুল প্রধানকে দেখতে পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ছিল, ধূসর তালিকা থেকে বের হতে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সকে ইসলামাবাদ যে ৩৪ স্তরের অ্যাকশন প্ল্যান জমা দিয়েছিল, তা ভুয়ো ছিল। এই ভাইরাল ভিডিয়োতে সেই দাবিই প্রমাণিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা বসিরও আহমেদও যে পাকিস্তানেই ছিল, সেটাও প্রমাণিত হল এই ভিডিয়োয়।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।