পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। এবার টুর্নামেন্টের দ্বিতীয় লিগ ম্যাচে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
কিছুদিন আগেই ত্রিদেশীয় টি-২০ সিরিজে ক্যারিবিয়ান দলকে একজোড়া ম্যাচে বিধ্বস্ত করেছে ভারত। বিশ্বকাপের ম্যাচে সেই আত্মবিশ্বাস নিঃসন্দেহে কাজে লাগবে হরমনপ্রীতদের। তাছাড়া ভারত এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারবে বলে মনে করা হচ্ছে। চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারেননি টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য ওপেনার স্মৃতি মন্ধনা। তাঁর চোট সেরে গিয়েছে বলে ইঙ্গিত মিলেছে ভারতীয় শিবির থেকেই। বড় ব্যবধানে ম্যাচ জিতলে ইংল্যান্ডকে টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ রয়েছে ভারতীয় দলের সামনে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ম্যাচে কার্যত একতরফাভাবে বিধ্বস্ত হয়েছে ইংল্যান্ডের কাছে। সেই হারের ধাক্কা সামলে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া দেখাবে হেইলি ম্য়াথিউজদের।
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা টি-২০ বিশ্বকাপের বি-গ্রুপের ম্য়াচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
আরও পড়ুন:- IND vs AUS: আলোচনার কেন্দ্রে দিল্লির পিচ, বল ঘুরবে কতটা? আগেভাগে খতিয়ে দেখলেন দ্রাবিড়
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিিজ ম্যাচ:-
১৫ ফেব্রুয়ারি, ২০২৩ (বুধবার)।
কোথায় অনুষ্ঠিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ-বি’র ম্যাচটি:-
নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে (কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা)।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত সন্ধ্যা ৬টায়।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:- ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টারেও দেখা যাচ্ছে। এছাড়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
আরও পড়ুন:- ‘সৌরভ কখনই বিরাট কোহলিকে পছন্দ করত না’, স্টিং অপারেশনে বিস্ফোরক দাবি নির্বাচক প্রধান চেতন শর্মার
ভারতের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), হার্লিন দেওয়ল/যস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), রাধা যাদব, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেনুকা সিং ঠাকুর।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: হেইলি ম্য়াথিউজ (ক্যাপ্টেন), স্টেফানি টেলর, শিমাইন ক্যাম্পবেল, শাবিকা গজনবি, শিনেল হেনরি, শেডিন নেশন, রাশাদা উইলিয়ামস (উইকেটকিপার), অ্যাফি ফ্লেচার, জাইদা জেমস, শামিলিয়া কনেল ও শাকিরা শেলমান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup