মুম্বই: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগবস৷ বরাবর দর্শকদের চর্চার মধ্যেই থেকে এসেছে এই রিয়্যালিটি৷ এই শোকে হাতিয়ার করে সামনে এসেছে বিতর্কিত অধ্যায়, প্রেম, বিচ্ছেদ৷ ১৬ নম্বর সিজনে পা রাখা বিগবসের গ্র্যান্ড ফিনালে আজ রবিবার৷ শেষ হাসি হাসবে কে তা নিয়ে দর্শকদের মধ্যে ছিল জোর জল্পনা৷ এমসি স্ট্যান এবং শিব ঠাকরের মধ্যেই চলছিল জোর টক্কর৷ শেষমেষ বহু প্রতীক্ষিত বিগ বস সিজন ১৬-এর বিজেতা হলেন এমসি স্ট্যান৷ দর্শকরা অবশ্য ভাবছিলেন প্রিয়াঙ্কা এবং শিবের মধ্যেই কেউ জয়ী হবেন৷
The Ultimate Top-2 Of The #BiggBoss16 🔥🏆
Who do you think will lift the trophy!
🔁 – Priyanka Chahar Choudhary
♥️ – Shiv Thakre
JEET KE AANA PRIYANKA
CHAK DE FATTE PRIYANKA#PriyankaZaroorJeetegi pic.twitter.com/TexHma9eQT
— 𝐓𝐞𝐚𝐦 𝐏𝐫𝐢𝐲𝐚𝐧𝐤𝐚 𝐂𝐡𝐚𝐡𝐚𝐫 💎 (@PriyankaOFC__) February 12, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bigg Boss 16