১৯ সপ্তাহ বিগবসের ঘরে বন্দি থেকে শেষ হাসি হাসলেন কে? বহু প্রতীক্ষিত রিয়্যালিটি শোয়ের বিজেতা হলেন…

Advertisement

মুম্বই: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগবস৷ বরাবর দর্শকদের চর্চার মধ্যেই থেকে এসেছে এই রিয়্যালিটি৷ এই শোকে হাতিয়ার করে সামনে এসেছে বিতর্কিত অধ্যায়, প্রেম, বিচ্ছেদ৷ ১৬ নম্বর সিজনে পা রাখা বিগবসের গ্র্যান্ড ফিনালে আজ রবিবার৷ শেষ হাসি হাসবে কে তা নিয়ে দর্শকদের মধ্যে ছিল জোর জল্পনা৷  এমসি স্ট্যান এবং শিব ঠাকরের মধ্যেই চলছিল জোর টক্কর৷ শেষমেষ বহু প্রতীক্ষিত বিগ বস সিজন ১৬-এর বিজেতা হলেন এমসি স্ট্যান৷ দর্শকরা অবশ্য ভাবছিলেন প্রিয়াঙ্কা এবং শিবের মধ্যেই কেউ জয়ী হবেন৷

Published by:Rachana Majumder

First published:

Tags: Bigg Boss 16

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।