Bollywood Gossip: মোহরার সুপারহিট গানের সাদাসিধে নায়িকার ১৮০ ডিগ্রি ভোলবদল! নতুন লুকে অবাক সকলে

Advertisement

মুম্বই:  বলিউডে ৯০-র দশকে  মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি মোহরা৷ ৯০-র দশকের সিনেমাগুলি যেমন হিট হত তেমনিই সেই সব সিনেমার গানও বাজারে রাজ করত৷ ৯০-র দশকে মুক্তি পাওয়া সিনেমা মোহরা- ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত’ কিম্বা ‘টিপ টিপ বরসা পানি’ গান সোজা কথায় তুফান তুলেছিল৷ কিন্তু আরও একটি গান ছিল যা সেসময় রোমান্টিক গানের বাজারে পপুলার হয়েছিল৷ সুনীল শেঠি (Suniel Shetty) ও পুনম ঝাওয়ের ( Poonam Jhawer) -র ওপর চিত্রায়িত হয়েছিল৷

সেই সিনেমায় পুনমের রোল ছোট হলেও তাঁর ও সুনীল শেঠির (Suniel Shetty)  সেই গান বেশ ভালই পপুলারিটি পেয়েছিল৷ দেখে নিন সেই সময়ের সুপারহিট গান৷ বলিউড গসিপে অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন দারুণ জনপ্রিয় হয়ে গেলেও পুনমের গানও কিন্তু বেশ সুপারহিট হয়েছিল৷

১৯৯৪ সালের মোহরা -তে অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, সুনীল শেঠি দারুণ জায়গায় পৌঁছে গিয়েছিলেন৷ তবে পুনম ঝাওয়ের সেই সময় যে মাইল ফলক লাভ হয়নি তার না পাওয়া এখন অন্যভাবে মিটিয়ে নিচ্ছেন পুনম৷ নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একেবার ধামাল মাচাচ্ছেন পুনম৷ তাঁর সেই সাধাসিধে লুক যেন হাওয়া৷ এখন তিনি লাস্যময়ী, টানটান-মেদহীণ শরীরের সুন্দরী৷ তাঁকে নিয়ে বাজারচলতি বলিউড গসিপ না থাকলেও তিনি এখন নিজেই দারুণ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় হট হ্যান্ডেলে নিয়মিত ভিডিও দেওয়ার কারণে৷

বিজু শাহের মিউজিক নির্দেশনায় না ‘কজরে কী ধার’ ​ গানটি ছিল খুবই রোমান্টিক৷  গানে পুনমের শাড়ি পরিহিতা লুক সকলের মনে ধরেছিল৷ সকলেই জানতে চাইছিলেন স্নিগ্ধতা ভরা লুকওয়ালা হিরোইনকে৷

মোহরার চটজলটি নাম করার পর তিনি একাধিক সিনেমায় অভিনয় করেন, কিন্তু সেগুলি সবই ফ্লপ হয়েছিল৷ বলিউডে ফ্লপ হওয়ার পর তিনি দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷  তিনি প্রযোজনাতেও আসেন৷ অক্ষয় কুমারের ওহ মাই গড ছবিতে তিনি সাধ্বীর চরিত্রেও অভিনয় করেন৷

ভিডিওতে এখন তিনি চমক দিতে পারেন…

পুনম যে সারল্য মাখা লুক নিয়ে ছিলেন সেই সময় এখন অতীত, পাশাপাশি তিনি এখন সোশ্যাল মিডিয়া দিয়ে নিজের জনপ্রিয়তা ধরে রাখার চেষ্টা করেন৷ আর সেই কারণেই সারল্য মাখা নয় লাস্য মাখা অবতারেই ভরসা করেছেন পুনম৷

Published by:Debalina Datta

First published:

Tags: Bollywood, Bollywood Gossip, Gossip

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।