Alibaba Sells its shares in Paytm: ভারতকে বিদায় জানাল আলিবাবা, পেটিএম-এ নিজেদের পুরো শেয়ার বিক্রি করল চিনা সংস্থা

Advertisement

এক ব্লক ডিলের মাধ্যমে পেটিএম-এর ৩.৪ শতাংশ বা ২.১ কোটি শেয়ারের হাতবদল হল। পেটিএম-এর মালিক সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনস-এ নিজেদের অবশিষ্ট শেয়ার বিক্রি করে দিল আলিবাবা। জানুয়ারি থেকে পেটিএম-এর মোট ৬.২৬ শতাংশ শেয়ার বিক্রি করেছে আলিবাবা। এর সঙ্গেই ভারতে নিজেদের পুরো ব্যবসা গুটিয়ে ফেলল আলিবাবা। এর আগে বিগ বাস্কেট এবং জোমাটোতেও নিজেদের পুরো শেয়ার বিক্রি করে দিয়েছিল আলিবাবা।

এর আগেও একসঙ্গে ৩ শতাংশের বেশি শেয়ার বিক্রি করেছিল আলিবাবা। তারপরই পেটিএম-এর তরফে জানানো হয়েছিল, আলিবাবা কোনওদিনই তাদের স্ট্র্যাটেজিক শেয়ারহোল্ডার ছিল না। এদিকে সাম্প্রতিককালে লোকসানে থাকলেও অবশেষে ফেব্রুয়ারিতে লাভজনক রিপোর্ট প্রকাশ করে সংস্থাটি। ২০১৫ সালে পেটিএম-এর বৃহত্তম শেয়ারহোল্ডারই ছিল আলিবাবা এবং তার অধিনস্থ অ্যান্ট ফাইন্যান্সিয়াল। সংস্থার ৪৪ শতাংশের বেশি ইক্যুইটি শেয়ার ছিল তাদের কাছে। বদলে দিয়েছিল ৬৮০ মার্কিন ডলার। সেই বিনিয়োগের ফলে পেটিএম-এর ভ্যালুয়েশন এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল। এরপর অনেক জল গড়িয়েছে। আইপিও প্রকাশের পরই সংস্থার গ্রাফ নামতে থাকে।

গত ২০২১ সালের নভেম্বরে পেটিএম-এর আইপিও হয়। সেই সময় থেকে সংস্থার শেয়ার দর প্রায় ৭৫% হ্রাস পেয়েছে। মুনাফার অভাব, ভবিষ্যত বৃদ্ধি নিয়ে অস্পষ্টতা ইত্যাদি কারণে ক্রমেই সংস্থার শেয়ার ছেড়ে দিয়েছেন বিনিয়োগকারীরা। অনেকে এই পতনের জন্য অতিরিক্ত ভ্যালুয়েশনকেও দায়ী করেছেন। তবে ওয়ান৯৭ জানিয়েছে, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে তাদের মোট রেভেনিউ অফ অপারেশনস ২,০৬২ কোটি টাকা। এর মধ্যে কর-পূর্বক মুনাফা ৩১ কোটি টাকা। নেট লস কমে দাঁড়িয়েছে ৩৯২ কোটি টাকা। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।