সবজি কেনার সময় টিপে দেখুন
মীনাক্ষী মুখার্জি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে দিয়ে বলেন সবজি কেনার সময় টিপে দেখুন তা বাসি না টাটকা। তিনি বলেন, মোদীর কাছে আদানি এখন নরম মাল, পুরনো। দিদির সঙ্গে আদানিদের যোগসাজসের অভিযোগও তিনি করেছেন। তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, ঘরে বোমা রাখলে বোমা ফাটবে না তো কি ফুল ফুটবে।

ডাকবাংলো ময়দান থেকে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা
বড়ঞার ডাকবাংলা গরুর হাট ময়দানে কর্মসূচি থেকে সিপিআইএম যুব সংগঠনের রাজ্য সম্পাদিক মীনাক্ষী মুখার্জি কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করেন। রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে লাল ঝান্ডা তোলার ডাক দেন। পাশাপাশি কেন্দ্র সরকারের একাধিক নীতি, গ্যাস-পেট্রোল-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করেন। এই সভা থেকে তিনি বড়ঞা বিধানসভার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে চোর বলে আক্রমণ করেন। তিনি বলেন, এলাকায় দিদির দূত কর্মসূচিতে স্থানীয় মানুষ ঘেরাও করছেন। মীনাক্ষী বলেন, এই গরুর হাটে গরু-ছাগল বেধে বিক্রি হয়। রাজ্যে দলবদল নিয়ে কটাক্ষ করে বলেন, ডিওয়াইএফআই খুঁটোতে বেধে বিক্রি হয় না। তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, এই পুলিশ তৃণমূলকে বাঁচাতে পারবে না।

সালারে নিশানায় রাজ্য সরকার
আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদ ও সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদের সালার বিডিও অফিস সংলগ্ন মাঠে সভা করল ডিওয়াইএফআই। হাজির ছিলেন, DYFI -এর রাজ্য সম্পাদিক মীনাক্ষী মুখার্জি। সভায় বক্তব্য রাখতে উঠে মীনাক্ষী মুখার্জি রাজ্য সরকারের একাধিক নীতির বিরোধিতা করে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এদিন DYFI সালার লোকাল কমিটির উদ্যোগে যুব সমাবেশে মীনাক্ষী মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা এবং জেলা ও ব্লক স্তরের নেতারা। এদিন যুব সমাবেশের পাশাপাশি সালার ব্লকের বিডিও আশিস মন্ডলকে একাধিক দাবিতে ডেপুটেশন দেয় ডিওয়াইএফআই-এর প্রতিনিধি দল।

কান্দিতে মিছিলে মীনাক্ষী
আবাস যোজনায় দুর্নীতি, শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি ও তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করে এদিন মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কান্দি ব্লক মোড়ের সিপিএমের দলীয় কার্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। সেখানে অংশ নেন রাজ্য ডিওয়াইএফআই সম্পাদিক মীনাক্ষী মুখার্জি-সহ সিপিআইএম, ডিওয়াইএফআই এবং এসএফআই নেতারা।