বিবাহিত গৃহশিক্ষকের লাগাতার বিয়ের প্রস্তাবে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী

Advertisement

দশম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মালদার হবিবপুরের কেন্দ্রপুকুর। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নাবালিকা স্থানীয় স্কুলের ছাত্রী। পরিবারের দাবি, তাঁকে বাড়িতে পড়াতে আসতেন এক গৃহশিক্ষক। তিনি বিবাহিত হলেও দশম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। গৃহশিক্ষকের লাগাতার চাপের মুখে অসুস্থ হয়ে পড়েন ছাত্রী। যার জেরে মানসিক চিকিৎসা করাতে হয় তাঁর।

সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে উঠেছিল সে। অভিযোগ, তার পরেও কখনো ফোনে কখনও বাড়িতে এসে দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে থাকেন গৃহশিক্ষক।

পরিবারের দাবি, গৃহশিক্ষকের আচরণে ফের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই ছাত্রী। রবিবার রাতে শোয়ার ঘরে ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। সোমবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গ্রেফতার হন গৃহশিক্ষক। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।