কলকাতা: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুশোকের রেশ এখনও পর্যন্ত কাটেনি। এখনও দুঃখ প্রকাশ করেন অনেকেই। এর মধ্যেই ফের ঐন্দ্রিলার স্মৃতিচারণ করলেন অভিনেতা গৌরব চৌধুরী। ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন অভিনেতা।
নিজের পোস্টে গৌরব লিখেছেন, “শুভ জন্মদিন ঐন্দ্রিলা, তুমি সবার মাঝে না থাকলেও আজীবন সবার মনে রয়ে যাবে, ভাল থেকো যেখানেই থেকো। আর অদ্ভুত, মনে হল অবচেতন অবস্থায় তোমায় আমি দেখেছি, তোমায় ভোরে ঘুমের ঘোরে। বিষয়টা একটু অদ্ভুত হলেও সত্যি। ভাল থেকো বন্ধু”
আরও পড়ুন: এ বার আমিরের রেকর্ড ভেঙে দিলেন শাহরুখ! ২য় সপ্তাহেও ছুটছে ‘পাঠান’
গত ২০ নভেম্বর হঠাৎই মৃত্যু হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। পর পর ২ বার দূরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ফেরার পরেও আর শেষ রক্ষা হল না। সকলকে কাঁদিয়ে বহুদিন কোমায় থাকার পর মৃত্যু হয় অভিনেত্রীর। আজ তাঁর জন্মদিনে তাঁকে নিয়ে পোস্ট করলেন তাঁর বন্ধু অভিনেতা গৌরব চৌধুরী।
ঐন্দ্রিলার মৃত্যুর পরেই শোকের ছায়া নেমে আসে বাংলা টেলিভিশন সহ সিনেমা জগতে। শোক প্রকাশ করেন বহু অভিনেতা-অভিনেত্রী। শোকে কাতর হন দর্শকরাও। মাত্র ২৪ বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রীর। আজ তাঁর জন্মদিনে ফের একবার তাঁকে স্মরণ করছেন পরিবার সহ বন্ধুমহল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aindrila Sharma