ফের একবার বাংলায় ঘুরে দাঁড়াবে শীত! এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দিন এবং রাতের তাপমাত্রা হঠাত করেই বাড়তে শুরু করেছে।

Advertisement

Advertisement

ফের একবার শীতের দাপট!

নতুন করে ফের একবার তাপমাত্রা ওঠানামা করতে শুরু করেছে দক্ষিণবঙ্গে! আলিপুর হাওয়া অফিস মনে করছে, আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এমনকি দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলেও দাবি করা হচ্ছে। আর এরপরেই ফের একবার শীতের দাপট দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এমনকি উত্তরের হাওয়া ফের একবার ফিরতে পারে বলে অনুমান। যার ফলেই তাপমাত্রা দক্ষিণের একাধিক জেলাতে কমতে পারে বলে পূর্বানভাসে। আর তা সোমবার পর্যন্ত চলবে।

কলকাতাতেও ঠান্ডা আমেজ

কলকাতাতেও ঠান্ডা আমেজ

অন্যদিকে কলকাতাতেও ঠান্ডা আমেজ ফিল করা যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। এমনকি শহর এবং শহরতলিতেও উত্তরে হাওয়ার একটা কনকনে আমেজ পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। তবে মৌসম ভবনের পূর্বাভাস সত্যি হয় তাহলে সকালের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। তবে বেলা বেলা বাড়তেই তা কেটে যাবে। আকাশ উজ্জ্বল থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৮.৫ ডিগ্রি।

পার্বত্য অঞ্চলে হতে পারে বৃষ্টি!

পার্বত্য অঞ্চলে হতে পারে বৃষ্টি!

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা। নতুন কোনও পরিবর্তন নেই। তবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য অঞ্চলে হাওয়া একটা বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কুয়াশার দাপট দেখা যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ফলে আগামী কয়েকদিন মানুষকে সাবধানে চলাফেরার কথা বলা হয়েছে।

১৩ রাজ্য বৃষ্টির পূর্বাভাস

১৩ রাজ্য বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে ১৩ রাজ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এমনকি ৪ রাজ্যে আবার শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কড়া সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি তাদের সর্বশেষ পূর্বাভাসে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই রাজ্যগুলিয়ে বৃষ্টি হবে। সেজন্যই কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। এই বৃষ্টি চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি মৌসম ভবনের তরফে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।