“অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাঁটুর বয়সী। সেই কারণে তাঁর কোনও মন্তব্য নিয়েই আমি কোনও প্রতিক্রিয়া দেব না।”
Howrah Hooghly
oi-Sanjay Ghoshal

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাঁটুর বয়সী নেতা হিসেবে ব্যাখ্যা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্ট ও বিজেপির জোট নিয়ে কটাক্ষের জবাবে তিনি এ কথা বলেন। হাওড়ায় এক রাজনৈতিক কর্মসূচিতে এসে তিনি অভিষেককে নিয়ে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করলেন।
অভিষেককে হাঁটুর বয়সী বলে কটাক্ষ করেন বিমান বসু। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার হাঁটুর বয়সী। সেই কারণে তাঁর কোনও মন্তব্য নিয়েই আমি কোনও প্রতিক্রিয়া দেব না।” শনিবার হাওড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বললেন বিমানবাবু।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোট কটাক্ষের জবাবে এভাবেই পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শনিবার বিকেলে হাওড়া ময়দানে বামেদের এক অর্থ সংগ্রহ কর্মসূচিতে যোগ দেন তিনি। সেখানে এসে তিনি ওই মন্তব্য করেন।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বামফ্রন্ট ও বিজেপির যদি ক্ষমতা থাকে তো আলাদা লড়ুক, তারা একসঙ্গে কেন লড়ছেন। এদিন সাংবাদিকরা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চান। অভিষেকের এই বক্তব্যের জবাব দিতে গিয়েই বিমান বসু এদিন তাঁক হাঁটুর বয়সী নেতা বলে কটাক্ষ করেছেন।
প্রসঙ্গত, বামেদের সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের আগামী সম্মেলন উপলক্ষে হাওড়ার বিভিন্ন অঞ্চলে অর্থ সংগ্রহ অভিযান চলছে। শনিবার হাওড়া ময়দান এলাকায় ওই অর্থ সংগ্রহ অভিযান হয়। এই অভিযানে সামিল হন বামফ্রন্ট চেয়ারম্যান। অর্ত সংগ্গ্রহ অভিযানের মাঝেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
তিনি এদিন বলেন, জনগণের অর্থে আমাদের সম্মেলন সম্পন্ন হবে। কোনও কর্পোরেট আমাদের অর্থ সাহায্য করবে না। তাই দোকানদার, হকার, মজদুর, সাধারণ মানুষের কাছ থেকেই আমরা অর্থ সংগ্রহ করছি। আদর্শ মেনে কৌটো নাড়িয়েই আমরা তহবিল তৈরি করে সম্মেলন করছি এবার।
অর্থ সংগ্রহের এই চিরাচরিত ধারা উল্লেখ করে তিনি বার্তা দেন রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল ও কেন্দ্রের শাসকদল বিজেপকে। তাঁর এই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে তৃণমূলের দুর্নীতি ও বিজেপির কর্পোরট ব্যবস্থার প্রতি প্রচ্ছন্ন বার্তা। তাই তিনি বড়াই করে বলেন আমরা গরিবের পার্টি গরিবের কাছ থেকে চাঁদা তুলেই আমরা চলি।
এদিন অভিষেক কেশপুরে সততার বার্তায় নতুন তৃণমূলের প্রসঙ্গে তুলে আসন্ন পঞ্চায়েতে তাঁর দলের মুখ কারা তা চিনিয়ে দেন। একইসঙ্গে তিনি বলেন, সিপিএমের জল্লাদরা এখন লালা জামা ছেড়ে গেরুয়া জল্লাদে পরিণত হয়েছে। আর রয়েছে উন্মাদ কংগ্রেস। তারা এক জোট করে চলছে। সমবায়ে জোট করেও তারা তৃণমূলকে হারাতে পারেনি।
English summary
Left Front chairman Biman Bose says TMC’s Abhishek Banerjee is knee aged leader of him.