School Teachers dues: ‘শিক্ষকদের বকেয়া মেটাতে হায়রানি করছেন কেন?’ সরকারকে সতর্ক করলেন বিচারপতি মান্থা

Advertisement

আদালতের নির্দেশ সত্ত্বেও বহু অবসরপ্রাপ্ত শিক্ষকরা তাঁদের বকেয়া আর্থিক সুবিধা পাচ্ছেন না। এই নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শিক্ষকদের বকেয়া পাওনা পেতে দেরি হওয়ার জন্য রাজ্য সরকারকে সতর্ক করলেন তিনি।

শুক্রবার এক মামলার শুনানি চলাকালীন বিচারপতি মান্থা বলেন, ‘ বছরের পর বছর ধরে তাঁরা পড়িয়েছেন, পরিষেবা দিয়েছেন। অথচ তাঁদের বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হায়রানি করছেন কেন?’ সেই সময় আদালতে উপস্থিত বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে তিনি বলেন,’ কাল আপনার সঙ্গে যখন হবে তখন আপনি কী করবেন?’

এ প্রসঙ্গে বিচারপতি আরও বলেন, ‘শিক্ষকরা শিক্ষাদান করেন। এটা মহান কাজ।কিন্তু তাঁদের অবসরের পর আর্থিক সুবিধা পেতে দেরি হবে কেন? এটা খুবই দুঃখজনক। এ বিষয়ে দৃষ্টি দেওয়ার প্রয়োজন।’

স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে ফের বিচারপতি বলেন,’আপনারা কী করছেন? আপনাদের আমলাতন্ত্র মানতে নারাজ আদালত। সরকারি বিভিন্ন বিভাগে ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। দ্রুত তাঁদের বকেয়া মেটানোর চেষ্টা করুন। ‘

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।