লাইভ আপডেটস
Updated: 26 Jan 2023, 09:21 AM IST
Abhijit Chowdhury
আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফত্তাহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় আপডেট ও খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দেশের রাজধানীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই উপলক্ষে। এদিকে আজ নয়াদিল্লিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফত্তাহ এল-সিসি। প্রজাতন্ত্র দিবসের যাবতীয় আপডেট ও খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
‘আকাশে’র নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট চেতনা শর্মা
২০২৩-এ প্রজাতন্ত্র দিবসে নজর কাড়তে চলেছেন ভারতীয় সেনাবাহিনীর মহিলা আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের নানা ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই এক জনপ্রিয় সেনা আধিকারিক লেফটেন্যান্ট চেতনা শর্মা। প্রজাতন্ত্র দিবসের দিন মেড-ইন-ইন্ডিয়া আকাশ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম ‘আকাশে’র নেতৃত্ব দেবেন তিনি।
যুদ্ধবিমানের ফ্লাই পাস্ট হবে সব শেষে
প্যারেড শেষে যুদ্ধবিমানের ফ্লাই পাস্ট হবে দিল্লির আকাশে। ‘ভার্টিকাল চার্লি’ ম্যানুভারে অংশ নেবে রাফাল যুদ্ধবিমান। প্রজাতন্ত্র দিবসের উদযাপন শেষ হওয়ার কথা ২৯ জানুয়ারি ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান দিয়ে। ওই দিন, সাড়ে তিন হাজার ড্রোন রাইসিনা হিলস আলোকিত করবে।
৪৭৯ জন শিল্পী নৃত্য করবেন
৪৭৯ জন শিল্পী নৃত্য করবেন আজকে। এর আগে ‘বন্দেমাতরম’ প্রতিযোগিতার মাধ্যমে গোটা দেশ থেকে এই নৃত্যশিল্পীদের বাছাই করা হয়েছিল।
১৭টি রাজ্যের ট্যাবলো আজ দেখা যাবে প্যারেডে
১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং সরকারের ৬টি মন্ত্রক ও বিভাগের ট্যাবলো প্রদর্শিত হবে আজকের প্যারেডে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ট্যাবলো।
মিশরের সেনা অংশ নেবে আজকের প্যারেডে
মিশরের সেনাবাহিনীর কম্বাইন্ড ব্যান্ড এবং মার্চিং কনটিনজেন্ট আজকে কর্তব্য় পথের প্যারেডে অংশ নেবে।
দিল্লিতে প্যারেড দেখতে আসবেন প্রায় ৬৫ হাজার
প্রায় ৬০-৬৫ হাজার মানুষ আজ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উদযাপনে অংশ নেবেন দিল্লিতে। এবছর প্যারেড দেখার জন্য যে পাস দেওয়া হয়েছে তাতে কিউআর কোড আছে। সেটি স্ক্যান করে তবে দর্শকরা প্রবেশ করতে পারবেন। দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, বৈধ পাস ছাড়া কেউ প্যারেড দেখতে পারবেন না। সেন্ট্রাল ভিস্তা, কর্তব্য পথ, নতুন পার্লামেন্ট ভবন তৈরিতে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদেরও এবারের কুচকাওয়াজে অংশ নিতে নিমন্ত্রণ পাঠানো হয়েছে।
৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন নয়াদিল্লিতে
এই প্রথম কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেড হবে আজ। সেই উপলক্ষে রাজধানীর সর্বত্র বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রায় ৬ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়ে নয়াদিল্লিতে। কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবস উদযাপন উপলক্ষ্যে ২৪টি হেল্প ডেস্ক থাকছে। দিল্লি পুলিশের উচ্চাধিকারিক জানিয়েছেন, ১৫০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর মধ্যে বেশির ভাগের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম রয়েছে।
ভারতকে শুভেচ্ছা ইজরায়েলের
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা জানাচ্ছেন ইজরায়েলি কূটনীতিকরা।
জাতীয় পতাকা ওড়ালেন ওড়িশার রাজ্যপাল
ওড়িশার রাজ্যপাল অধ্যাপক ড. গণেশি লাল জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভুবনেশ্বরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
আরএসএস সদর দফতরে উড়ল তেরঙ্গা
প্রজাতন্ত্র দিবসে নাগপুরে আরএসএস সদর দফতরে তেরঙ্গা উত্তোলন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন আরএসএস নাগপুর মহানগর সহসঙ্ঘচালক শ্রীধর গাদগে।
বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন
দলের সদর দফতরে তেরঙা উন্মোচন করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি রমন সিং। পার্টির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ সহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন সেখানে।
হায়দরাবাদে রাজভবনের অনুষ্ঠানে অনুপস্থিত তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী
হায়দরাবাদের রাজভবনে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস উদযাপন এড়িয়ে গেলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানে আজ রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।
জাতীয় পতাকা উত্তোলন বিহারের রাজ্যপালের
বিহারের রাজ্যপাল ফাগু চৌহান ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
পতাকা উত্তোলন মিজোরামের সিএম অফিসে
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজওয়ালের সিএম অফিসে তেরঙ্গা উড়িয়েছেন।
স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাব, বললেন মোদী
টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটিও বিশেষ। কারণ, আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদযাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
তেরঙ্গা উত্তোলন তামিল রাজ্যপালের
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের উপস্থিতিতে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি চেন্নাইয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসে তেরঙা উন্মোচন করেছেন।
জাতীয় পতাকা উত্তোলন তেলাঙ্গানার রাজ্যপালের
তেলাঙ্গানার রাজ্যপাল ড. তামিলিসাই সুন্দররাজন হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।
তেরঙ্গা উত্তোলন গেহলটের
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রজাতন্ত্র দিবসে জয়পুরের সিএম হাউসে তেরঙ্গা উত্তোলন করেন আজ সকালে।
বন্ধ করুন