আজ দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস। দেশের রাজধানীর পাশাপাশি বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই উপলক্ষে। এদিকে এরই মাঝে রাজনৈতিক চাপানউতোর চলছে মোদীকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র নিয়ে। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
‘মুক্ত গণমাধ্যমকে সমর্থন করি’, বিবিসির ডকুমেন্টারি ব্লক করা নিয়ে মুখ খুলল আমেরিকা
মোদীকে নিয়ে বিবিসির তৈরি ডকুমেন্টারি ভারতে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘আমরা বিশ্বে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করি। মত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা গণতন্ত্রকে শক্তিশালী করে। এই নীতির গুরুত্ব তুলে ধরি আমরা। আমরা বিশ্বজুড়ে এই নীতি কার্যকরের ওপর জোর দিয়েছি। ভারতেও তুলে ধরেছি এই একই নীতি।’
স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের বাস্তবায়নে এগিয়ে যাব, বললেন মোদী
প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটিও বিশেষ। কারণ, আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদযাপন করছি। দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।