Kisi Ka Bhai Kisi Ki Jaan | পাঠান দর্শনের মাঝেই ভাইজান-এর আবির্ভাব! শাহরুখ নয়, সলমনের জন্য গলা ফাটাল দর্শক

Advertisement

মুম্বই: ‘পাঠান’ দর্শনের মাঝেই ‘ভাইজান’-এর আবির্ভাব। এ যেন মেঘ না চাইতেই জল! শাহরুখ খানের ছবির মাঝেই থাকল সলমনের খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক।

১ মিনিট ৪০ সেকেন্ডের টিজার জুড়ে রইল টানটান উত্তেজনা। চেনা ছন্দে ধরা দিলেন সলমন। দেখা যায়, মরুভূমির মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন অভিনেতা। কখনও আবার কাঁচের জানলা ভেঙে ঢুকে পড়ছেন মেট্রোতে। অ্যাকশনের চিরাচরিত ছক তিনি বেরননি। তবে পরিবর্তন লক্ষ্য করা গেল সলমনের চেহারায়। কাঁধ ছোয়া চুল, মুখ ভর্তি দাড়ি, এ হেন সলমনকে পর্দায় চাক্ষুষ করে খানিক চমকে যেতে হয় বৈকি!

Published by:Sanchari Kar

First published:

Tags: Pathaan

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।