মুম্বই: ‘পাঠান’ দর্শনের মাঝেই ‘ভাইজান’-এর আবির্ভাব। এ যেন মেঘ না চাইতেই জল! শাহরুখ খানের ছবির মাঝেই থাকল সলমনের খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক।
১ মিনিট ৪০ সেকেন্ডের টিজার জুড়ে রইল টানটান উত্তেজনা। চেনা ছন্দে ধরা দিলেন সলমন। দেখা যায়, মরুভূমির মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছেন অভিনেতা। কখনও আবার কাঁচের জানলা ভেঙে ঢুকে পড়ছেন মেট্রোতে। অ্যাকশনের চিরাচরিত ছক তিনি বেরননি। তবে পরিবর্তন লক্ষ্য করা গেল সলমনের চেহারায়। কাঁধ ছোয়া চুল, মুখ ভর্তি দাড়ি, এ হেন সলমনকে পর্দায় চাক্ষুষ করে খানিক চমকে যেতে হয় বৈকি!
Sallu Bhai’s #KisiKaBhaiKisiKiJaan Teaser!
pic.twitter.com/lY1FxLPn73
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 25, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan