মুম্বই: একাধিক রেকর্ড গড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি। বিশ্বজুড়ে সর্বোচ্চ সংখ্যক স্ক্রিনে মুক্তি পেল ছবিটি। দেশের সাড়ে পাঁচ হাজার এবং বিদেশে প্রায় আড়াই হাজার স্ক্রিনে দেখা যাচ্ছে ‘পাঠান’।
লক্ষ লক্ষ ভক্তদের মতো পরিচালক অনুরাগ কাশ্যপও বড় পর্দায় শাহরুখ খানকে দেখতে গিয়েছিলেন ফার্স্ট ডে ফার্স্ট শো-এ। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে তাঁর প্রথম বক্তব্য, “শাহরুখ খানকে আগে কখনও এত সুন্দর দেখতে লাগেনি। অপূর্ব! আমরা তো ওঁকেই দেখতে এসেছি। মন ভাল হয়ে গেল।”
আরও পড়ুন: হু হু করা ঠান্ডা হাওয়ায় জমে যাচ্ছিলাম বেশরম রং শ্যুটে, ‘প্রিয় গান’ নিয়ে দীপিকা!
আরও পড়ুন: পুলিশকে পরোয়া নয়! পাঠান দেখতে জোর করে খোলা হলের গেট, মুখ থুবড়ে পড়লেন দর্শকরা
‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে শাহরুখের ছবি নিয়ে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হয়তো কোনও দিনও ‘পাঠান’-এর মতো ছবি বানাবেন না, কিন্তু তিনি চান, এই রকম ছবি যেন ভাল ব্যবসা করে। তার কারণ এই ধরনের একটা ছবি দেখতে যদি হলভর্তি করেন মানুষ, তাতে একটা গোটা ইন্ডাস্ট্রির লাভ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anurag Kashyap, Pathaan, Shah Rukh Khan