উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত দিন চারেক রাতের তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৮ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় ঠান্ডা না থাকলেও পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলক ঠান্ডা থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর দিন দুয়েক তাপমাত্রা ২ ডিগ্রির মতো কমতে পারে। এদিনের মতো পরবর্তী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় ভোরের দিকে কুয়াশা থাকলেও, মূলত আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৫)
বহরমপুর (১৫.৪)
বাঁকুড়া ( ১৬.৯)
বর্ধমান
কোচবিহার ( ৯.৩)
দার্জিলিং ( ৪.৬)
কালিম্পং ( ৭.৮)
দিঘা (১৮.৬)
কলকাতা (১৮.৫)
দমদম ( ১৮)
কৃষ্ণনগর ( ১৩.৮)
মালদহ (১৫.৯)
মেদিনীপুর ( ১৬.৮)
শিলিগুড়ি ( ১১.৯)
শ্রীনিকেতন (১৫.৯)
সুন্দরবন ( ১৭ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩১)
বহরমপুর (২৭.৬)
বাঁকুড়া (৩০.৮)
বর্ধমান
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১২)
কালিম্পং (১৯)
দিঘা (২৮.৮)
কলকাতা (২৯.২)
দমদম (৩০.২)
কৃষ্ণনগর (২৯.৮)
মালদহ (২৫.৮)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (২৭.৫)
শ্রীনিকেতন (২৮.৮)
সুন্দরবন (২৬.৫)