হায়দরাবাদ: বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন এম এম কিরাবাণী। সঙ্গীতকার। দক্ষিণের এই সুরকার বারবার শিরোনাম দখল করেছেন গত কয়েক মাস ধরে। এর আগেও যুগান্তকারী সুর দিয়েছেন, গান বানিয়েছেন তিনি। কিন্তু এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’র সৃষ্টির পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। একের পর এক সম্মান পাচ্ছেন তিনি। সাত সমুদ্র পাড় করে সে গান সকলের মন ছুঁয়েছে।
অস্কারে মনোনীত এই গান আগেই গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করেছে। সেরা মৌলিক গানের বিভাগে। এবার দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন সেই গানের সুরকার।
Much honoured by the civilian award from the Govt of India 🙏 Respect for my parents and all of my mentors from Kavitapu Seethanna garu to Kuppala Bulliswamy Naidu garu on this occasion 🙏
— mmkeeravaani (@mmkeeravaani) January 25, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MM Keeravani, Naatu Naatu, Padma Shri