Women’s IPL Teams Auction Live Updates: মহিলা আইপিএলে কোন কোন শহরের দল থাকবে? কোন ফ্র্যাঞ্চাইজির মালিক কোন দল হবে? তা আজ ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরুষ আইপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজির মালিকরাও মহিলা লিগে দল কেনার লড়াইয়ে আছেন। মহিলা আইপিএলের দল সংক্রান্ত টাটকা খবর দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
কবে উদ্বোধনী মহিলা আইপিএল হবে?
এখনও পর্যন্ত সরকারিভাবে উদ্বোধনী মহিলা আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি। তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে মহিলা আইপিএল হতে পারে।
কোন কোন শহরের দল থাকবে?
কোন কোন শহরের দল থাকবে, তা আজ নির্ধারিত হবে। প্রাথমিকভাবে ১০ টি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই – কলকাতা, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, দিল্লি, লখনউ, ইন্দোর, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং ধর্মশালা।
শুরু বিডিং প্রক্রিয়া, কাদের হাতে যাবে কোন দল?
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে টুইটারে জানানো হয়েছে, মহিলা আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির বিডিং প্রক্রিয়া শুরু হয়েছে মুম্বইয়ে। আছেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ। তাছাড়াও অভিষেক ডালমিয়া, প্রজ্ঞান ওঝারা আছেন।
মিতালি, ঝুলন কি খেলবেন মহিলা IPL-এ?
মহিলা আইপিএলে কি খেলবেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী? মাসকয়েক আগে তা নিয়ে ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ মনের কথা জানিয়েছিলেন বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম দুই সেরা খেলোয়াড়। কী বলেছিলেন তাঁরা, দেখুন এখানে – ক্লিক করুন
কারা কারা মহিলা আইপিএল পাওয়ার লড়াইয়ে আছে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে মহিলা আইপিএলে দল কিনতে কমপক্ষে ৩৩ টি সংস্থা আগ্রহ প্রকাশ করেছিল। যে তালিকায় পুরুষ আইপিএলের ১০ টি ফ্র্যাঞ্চাইজি ছিল। যদিও সোমবার মাত্র ১৭ টি সংস্থা দরপত্র জমা দিয়েছে। যে তালিকায় পুরুষ আইপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি আছে – কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস। এছাড়াও আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অ্যাপেলো পাইপ, শ্রীরাম গ্রুপের মতো সংস্থাও দল পাওয়ার দৌড়ে আছে।
কোন কোন দল থাকবে? আজ লড়াই,
মহিলা আইপিএলে কোন কোন শহরের দল থাকবে? কোন ফ্র্যাঞ্চাইজির মালিক কোন দল হবে? তা আজ ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুরুষ আইপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজির মালিকরাও মহিলা লিগে দল কেনার লড়াইয়ে আছেন।