মুম্বই: চার বছর পর পর্দায় তাঁর প্রত্যাবর্তন। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে উন্মাদনার পারদ যে চড়বে, তা জানা ছিলই। তবে শুধু ভারতেই নয়, দেশের বাইরেও এই ছবি নিয়ে উত্তেজনা চোখে পড়ার মতো। কিন্তু জানেন কি, ভারতে নয়, শাহরুখের পাঠান প্রথম মুক্তি পেয়েছে অন্য একটি দেশে?
সময়গত ভাবে নিউজিল্যান্ডের অকল্যান্ডে ভারতের তুলনায় সাড়ে সাত ঘণ্টা এগিয়ে। তাই শাহরুখকে পর্দায় আগে চাক্ষুষ করার সুযোগ পেয়েছেন সেখানকার অনুরাগীরা। আর ‘পাঠান’ রূপে শাহরুখকে দেখেই আপ্লুত দূর দেশে তাঁর অনুরাগীরা। ছবি দেখে ট্যুইটারে নিজের মতামতও জানিয়েছেন তাঁরা।
Now watching #Pathaan 😎
An SRK film after 4 years 🥺❤️
Theatre is packed! 🔥
Also requesting everyone watching to not give out spoilers as it’s a thriller!
– Auckland, New Zealand! #PathaanFirstDayFirstShow #ShahRukhKhan𓀠 pic.twitter.com/5KOfotWlYX
— Ashweta 🇳🇿✨ (@Sonaholic_Ashu) January 24, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pathaan, Shah Rukh Khan