মুম্বই: ছবি মুক্তির আগেই ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গানে পারদ চড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তা সে বিতর্কের পারদ হোক বা উষ্ণতার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ দেখানো শুরু হয় এই গান নিয়ে। পাড়ুকোনকে গেরুয়া বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। তা নিয়ে আগে থেকেই রাজনৈতিক তরজা তুঙ্গে। তা ছাড়া ছবির বিভিন্ন অংশে নায়িকার শরীরের বিভিন্ন অংশ দৃশ্যমান ছিল। ফলে ‘শালীনতা’ নিয়েও প্রস্ন উঠেছিল।
কিন্তু গান এবং নাচের মূল চরিত্র দীপিকা পাড়ুকোন বিতর্কের জলঘোলার মাঝে নীরবতা পালন করেছিলেন। ছবি মুক্তির দিন এগোতে শুরু করলে তিনি তাঁর ‘প্রিয় গান’ ‘বেশরম রং’ নিয়ে মুখ খুলেছেন। ছবির প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস সদ্য একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়েছে।
She is a total femme fatale in #Pathaan as she transforms into a spy with a license to kill! Watch @deepikapadukone bare her heart about her role, what makes her and @iamsrk one of the biggest all-time blockbuster jodis of the Indian film industry & much more… pic.twitter.com/d4hEHccZbq
— Yash Raj Films (@yrf) January 23, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Besharam rang, Deepika padukone, Pathaan, Shah Rukh Khan